New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/04/images-1.jpg)
ছুটির মেজাজে অস্ট্রেলিয়ায় পরিনীতি
ছুটি কাটাতে অস্ট্রেলিয়া গেছেন পরিনীতি চোপড়া। অস্ট্রেলিয়ার ট্যুরিজমে এই প্রথম কোনো ভারতীয় অভিনেত্রী ব্র্যান্ড অ্যাম্বেসাডার হলেন, পরিনীতি ছবিতে একজন গ্রামবাসীর সঙ্গে কথা বলছেন। এরকম একটা ছুটি কি আপনিও কাটাতে চান? পরিনীতি চোপড়া ও অর্জুন কাপুর নমস্তে ইংল্যান্ড ছবির শুটিং সেরে ঘুরতে যান বালারাতের ওয়াইল্ড লাইফ পার্কে। যেখানে তিনি গুটিকয়েক ক্যাঙ্গারুর সঙ্গে সময় কাটান বেশ কিছুক্ষন। পরিনীতি এখন মেলবোর্নে। স্থানীয় মানুষের সঙ্গে সেলফি তুলে ইন্সটাগ্রামে পোষ্ট করলেন পরিনীতি। তার ডিনারের বাহার দেখলে রীতিমত হিংসা হতে পারে আপনার। ছবিতে,সমুদ্র থেকে এক ঝাঁক পেঙ্গুইন উঠে আসতে দেখে অবাক পরিনীতি চোপড়া।