পরিণীতি চোপড়ার ভাই শিভাং সখপুদা থেকে অদেখা ছবি শেয়ার করেছেন (ছবি: লোকসত্তা গ্রাফিক্স টিম)
বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা ১৩ মে দিল্লিতে গাঁটছড়া বাঁধেন।পরিণীতি তাঁর সোশ্যাল মিডিয়ায় সখপুদার অনেক ছবি শেয়ার করেছেন।পরিণীতির ভাই শিবাং চোপড়া পরিণীতির সাখরপুরার কিছু অদেখা ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।পরিণীতির শাশুড়ি এবং রাঘব চাড্ডার মায়ের সঙ্গে একটি বিশেষ ছবি পোস্ট করেছেন শিবাং চোপড়া।কিছু ফটোতে, দুজনকেই প্রার্থনা করতে এবং বড়দের কাছ থেকে আশীর্বাদ নিতে দেখা যায়।পরিণীতির বিয়ে থেকে শিবাং শেয়ার করা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।শিবাংয়ের শেয়ার করা একটি ছবি নেটিজেনদের নজর কেড়েছে। এতে পরিণীতি ও শিবাংকে তাঁদের বাবা ও ভাইয়ের চোখের জল মুছতে দেখা যায়।একটি ছবিতে পরিণীতির ভাই শিবাং এবং তাঁর মাকে খুশিতে নাচতে দেখা যায়।অনেকেই এই ছবিগুলিতে মন্তব্য করে পরিণীতিকে শুভেচ্ছা জানিয়েছেন। এই ছবিগুলো দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন কেউ কেউ।