-
অর্পিতা মুখোপাধ্যায়কে নিয়ে সরগরম নেটপাড়া। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের এসএসসি দুর্নীতি মামলায় নাম জড়াতেই শিরোনামে তিনি।
-
গতকাল ঘণ্টার পর ঘণ্টা জেরা করার পর তাকে গ্রেফতার করা হয়। মেডিক্যাল টেস্ট করানো হয়েছে সকালে। অভিনেত্রী সংবাদ মাধ্যমকে জানায় তাকে রীতিমতো অত্যাচার করে ইডি,তিনি নির্দোষ।
-
অর্পিতা মুখোপাধ্যায় টলিউডের খুব একটা পরিচিত মুখ নয়। তবে নাকতলা উদয়ন পুজো কর্তৃপক্ষের সঙ্গে তিনি ওতপ্রোতভাবে জড়িয়ে। পুজোর চেনা মুখ তিনি। রীতিমতো পুজোয় উপস্থিত থাকতেন তিনি। কিন্তু কেনই বা এতদিনের দূরত্ব,সিনে ইন্ডাস্ট্রি থেকে দূরেই বা সরেছেন কেন?
-
বাবার মৃত্যুর পর তার চাকরিও গ্রহণ করেননি অর্পিতা। সরকারি চাকরি ছেড়ে মডেলিং ইন্ডাস্ট্রিতে যোগ দিয়েছিলেন। চিরকালই গ্ল্যামার ওয়ার্ল্ডের প্রতি তার মারাত্মক ঝোঁক। নিজের প্ল্যানিং নিয়ে ভীষণ মাত্রায় আশাবাদী ছিলেন।
-
অভিনয় জগতে নিজের কেরিয়ার গড়বেন বলে নানান খেসারত দিতে হয় তাকে। বাংলা ছবিতে পরপর অনেক কাজ করেছেন। অভিনেতা বনি সেনগুপ্তর বাবা অনুপ সেনগুপ্তর সঙ্গে তিনটি ছবি-‘মামা ভাগ্নে’, ‘প্রতিদ্বন্দ্বী’, এবং ‘বাংলা বাঁচাও’ একচেটিয়া কাজ করেছেন তিনি।
-
অনুপ বাবু, সংবাদমাধ্যমকে জানিয়েছেন কাজের প্রতি ওর আগ্রহ ছিল, সঠিক সময়ে চলে আসত। কাজ শেষ করে চলেও যেত। কাজ নিয়ে কখনও গন্ডগোল করত না। খুব ভাল অভিনেত্রী ছিল না, তবে একেবারেই যে অভিনয় পারত না সেটা নয়। আধুনিকতা বরাবরই ঘিরে রেখেছিল তাকে।
-
গতকালের ঘটনার জেরে বিভৎস অবাক হয়েছেন পরিচালক। যার সঙ্গে একদিন কাজ করেছেন, তাকে অভিনয়ের সুযোগ করে দিয়েছেন সেই মানুষটিকে আজ এতবছর পর এরকম একটি কাণ্ডে জড়িয়ে পড়তে দেখবেন এ যেন ভাবনার অতীত। পরিচালকের বক্তব্য এখন উপার্জনের এত সুযোগ হয়ে গেছে যে কেউ পরিশ্রমই করে না।
-
শুধু বাংলা ছবিতে নয়, বরং ওড়িয়া ছবিতেও কাজ করেছেন তিনি। উড়িষ্যার বিখ্যাত পরিচালক অশোক পতির সঙ্গে কাজ করেছেন প্রেম রোগী ছবিতে। পরিচালক জানিয়েছেন, কাজের প্রতি ডেডিকেশন ছিল তার। সেটের সব মানুষের প্রতি ভদ্র ব্যবহার ছিল। কোনোদিন দেরি করে শুটিংয়ে আসতেন না।
-
Partha Chatterjee – Arpita Mukherjee updates : অভিনয় জগৎ ছাড়া নিজের প্রোডাকশন হাউজ খুলেছিলেন অর্পিতা। সিরিয়াল সিরিজ এবং সিনেমা নিয়ে যথেষ্ট আগ্রহী ছিলেন। বারবার নানান পরিচালকদের অনুরোধ করেছিলেন তার প্রযোজনায় কাজের জন্য। ধারাবাহিকে নিজের ক্যারিয়ার প্রতিষ্ঠা করতে পারেননি কিন্তু ভিন্ন ধারায় কাজ করতে চেয়েছেন পার্থ-সাথী অর্পিতা। ২০১৩ সাল থেকেই সরে যান অভিনয় থেকে তারপরই পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতা।
-
এদিকে তার মত একজন মানুষ যে এই ধরনের দুর্নীতিতে জড়াতে পারেন আশেপাশের কেউই বিশ্বাস করতে পারছেন না। পশুপ্রেমী অর্পিতা। তার ডায়মন্ড সিটির বাড়িতে অনেক পোষ্য রয়েছে। সকাল বেলা তাদের সঙ্গে নিয়ে হাঁটতেও যেতেন। ফ্ল্যাটের মানুষদের সঙ্গেও ভাল ব্যবহার করতেন। কিন্তু এই ঘটনার জেরে যথেষ্ট অবাক হয়েছেন সকলে।
২০১৩-তেই অভিনয় ছাড়েন, ফ্ল্যাট না কুবেরের ভাণ্ডার? জানুন ‘পার্থ-সাথী’ অর্পিতার অজানা তথ্য
কেন অভিনয় থেকে দূরে সরে যান অর্পিতা মুখোপাধ্যায়?
Web Title: Partha chatterjee closed one arpita mukherjees lavish lifestyle