-
টলিউডের ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ ও অর্পিতা চট্টোপাধ্যায়ের ছেলে তৃষাণজিত ওরফে মিশুক। একেবারে বুম্বাদার মুখ বসানো বললেও ক্ষতি নেই। জন্মদিনে ছেলের সঙ্গে ছোটবেলার ছবি শেয়ার করেছিলেন অভিনেতা। ফোটো- প্রসেনজিতের ইনস্টাগ্রাম সৌজন্য
-
সম্প্রতি লন্ডনের আবাসিক স্কুলে পড়াশোনা করে মিশুক। আপাতত লকডাউনের কারণে কলকাতাতে থেকেই অনলাইন ক্লাস ও ভিডিয়ো গেমে দিন কাটছে তাঁর। ফোটো- প্রসেনজিতের ইনস্টাগ্রাম সৌজন্যে
লকডাউনে সিঙ্গাপুরে পরিবারের সঙ্গে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সেখানে মেয়ে রিসোনাও রয়েছেন নায়িকার কাছে, আঁকা, গান-নাচ কিংবা কোনওসময় নিছক আড্ডা মেরেই কাটছে তাদের কোয়ারেন্টাইন। ফোটো- ঋতুপর্ণার ইনস্টাগ্রাম সৌজন্যে -
ঋতুপর্ণার ছেলে অঙ্কন। মেয়েকে একটু বেশি দেখা গেলেও ছেলের সঙ্গেও চুটিয়ে সময় কাটান নায়িকা। সিঙ্গাপুরেই পড়াশোনা করে অঙ্কন। ফোটো- ঋতুপর্ণার ইনস্টাগ্রাম সৌজন্যে
-
ছোট্টে মেয়ে ময়ূরাক্ষীর সঙ্গেই সময় কাটে আবির চট্টোপাধ্যায়ের। লকডাউনে বাড়িতে খোশমেজাজেই রয়েছেন তারা। ফোটো- সোশাল মিডিয়া সৌজন্যে
-
সম্প্রতি একটি সংবাদমাধ্যমে আবির বলেন, কোনও প্রযোজক বা পরিচালক যা পারেননি ময়ূরাক্ষী আবিরকে দিয়ে তা করিয়ে নিতে সক্ষম। সে যে কোনও গান চালিয়ে বলে নাচতে বলে অভিনেতাকে। ফোটো- টুইটার
-
লকডাউনে অর্জুনের পার্টনার ইন ক্রাইম তাঁর একরত্তি মেয়ে। অর্জুনের স্ত্রী শ্রীজা বাবা-মেয়ের ছবি শেয়ার করে এই ক্যাপশনই দিয়েছেন। ফোটো- শ্রীজার ইনস্টাগ্রাম সৌজন্যে
-
ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলেন না অর্জুন চক্রবর্তী। তবে কিছুদিন আগে স্ত্রী ও মেয়ের ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছিলেন অভিনেতা। ফোটো- অর্জুন চক্রবর্তীর ইনস্টাগ্রাম
-
মেয়ে নবন্যা মদনানির ছবি প্রায়শই শেয়ার করেন জিৎ। ২০১২ সালে জিৎ ও মোহনার পরিবারে আসে তাঁদের মেয়ে নবন্যা। ফোটো- জিতের ইনস্টাগ্রাম সৌজন্যে
-
কিছুদিন আগেই মেয়ে ও স্ত্রীকে নিয়ে নিউ ইয়র্কে ঘুরতে গিয়েছিলেন অভিনেতা। সেখানেই স্ট্যাচু অফ লিবার্টি-র সামনে তোলা এই ছবি। ফোটো- জিতের ইনস্টাগ্রাম সৌজন্যে
-
যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনার দুই কন্যা সারা এবং জারা। কিছুদিন আগেই বাবার সঙ্গে উমা ছবিতে দেখা গিয়েছে তাদের বড় মেয়ে সানাকে। ফোটো- যিশুর ইনস্টাগ্রাম সৌজন্যে
-
লকডাউনে দুই মেয়ের সঙ্গে কিছুটা সময় কাটাতে পারছেন টলিপাড়ার অন্যতম ব্যস্ত অভিনেতা। ফোটো- সারা সেনগুপ্তর ইনস্টাগ্রাম সৌজন্যে
-
রাহুল ও প্রিয়াঙ্কার একমাত্র সন্তান সহজ। লকডাউনে তার সঙ্গেই সময় কাটছে প্রিয়াঙ্কার। মায়ের সঙ্গে বারান্দায় গার্ডেনিং করে ব্যস্ত সহজ। ফোটো- প্রিয়াঙ্কার ইনস্টাগ্রাম সৌজন্যে
-
বেশ কিছুদিন দাম্পত্য জীব কাটানোর পর বিচ্ছেদ হয়ে যায় রাহুল-প্রিয়াঙ্কা। তারপর থেকে মায়ের কাছেই রয়েছে সহজ। ফোটো- প্রিয়াঙ্কার ইনস্টাগ্রাম সৌজন্যে
-
ছেলে প্রনীলের সঙ্গে গৃহবন্দি দিন কাটছে রচনা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর পছন্দ রান্না কিংবা গাছের পরিচর্যা করছেন রচনা। ফোটো- রচনার ইনস্টাগ্রাম সৌজন্যে
-
সেলফিতে মগ্ন রচনা-প্রনীল। ফোটো- রচনার ইনস্টাগ্রাম সৌজন্যে
-
স্বস্তিকা মুখোপাধ্যায়, তাঁর একমাত্র মেয়ে অণ্বেষা মুখোরাধ্যায় মুম্বইয়ে পড়াশোনা করে। লকডাউনে মেয়ের কাছেই গিয়েছিলেন ফিরতে পারেননি। মানির (অণ্বেষার ডাক নাম) স্বস্তিকা বন্ধুত্বের সম্পর্ক। ফোটো- স্বস্তিকার ইনস্টাগ্রাম
-
মেয়ের সঙ্গে ছবিতেও অভিনয় করেছেন স্বস্তিকা। মৈনাক ভৌমিকের ছবিতে দেখা গিয়েছিল স্বস্তিকা-অণ্বেষাকে। ফোটো- স্বস্তিকার ইনস্টাগ্রাম
সুদীপ্তা চক্রবর্তী ও অভিষেক সাহার কন্যা শাহিদা। ছোট্ট মেয়ে লকডাউনে মাতিয়ে রেখেছে নেটিজেনদের। ফোটো- সুদীপ্তার ফেসবুক সৌজন্যে -
রোজ রোজ নানারকম নাচ, ও পারফরমেন্স করে সময় কাটাচ্ছেন মা-মেয়ে। আর সেই সুখস্মৃতি ক্যামেরাবন্দি করছেন অভিষেক। ফোটো- সুদীপ্তার ফেসবুক সৌজন্যে
