জন্মাষ্টমী উপলক্ষে বিরাট আয়োজন, ফুলকির পরিবারে। ধুমধাম করে হবে উদযাপন।কৃষ্ণের জন্মতিথি বলে কথা, আর ফুলকির বাড়িতে উৎসব হবে না? তাও আবার হয় নাকি? কিন্তু, এবার গোপাল আরাধনার পূর্বে এক ভয়ঙ্কর কান্ড!প্রতিবছরের মতো এবারও, চিরাচরিত প্রথা মেনে সোনার গোপালকে সামনে রেখেই আয়োজন হবে পুজোর। কিন্তু...সকল থেকেই তোড়জোড়। মহা সমারোহে জন্মাষ্টমী পালন। পরিবারের সকলেই উপস্থিত এই পূণ্য তিথিতে। তবে, থাকবেন আরেক অতিথিও।তিনি, আর কেউ না... বরং পর্না। গতবছর তাঁর বিয়ের কারণে উপস্থিত না থাকতে পারলেও এবার সে একেবারেই সময় নস্ট না করে হাজির হয়েছে। সঙ্গে, বর্ষা, রুচিরা এবং চয়ন।পুজোর দিন, নাচ গান, মহাভোগ.. কী নেই? নিয়ম মেনে গোপাল স্নান এবং তাঁর অভিষেক সবকিছুই হয়েছে।তবে, হঠাৎ... ফুলকির নজরে পড়ে, এই গোপাল আসল সোনার নয়। কেউ সেই মূর্তি বদলে দিয়েছে। এখন কে বা কারা এই কান্ড করেছে সেটাই দেখার।তাঁর সাহায্যে এগিয়ে আসে পর্ণা নিজেও। দুজনে মিলে আসল গোপালের মূর্তি খুঁজতে পারে কিনা সেটাই দেখার। আগামীকালের ১ ঘণ্টার এপিসোড জুড়ে থাকবে নানা টার্ন অ্যান্ড টুইস্ট।অভিষেককে দেখা গিয়েছে একেবারে কৃষ্ণ সাজে। অন্যদিকে, ফুলকিও রাধারানী সেজে তৈরি। রাধাকৃষ্ণর এই জমজমাট জুটিকে বেশ লাগছেও।বাড়ি জুড়ে আনন্দ - হই হুল্লোড়। তার মাঝে কী হতে চলেছে কাল?