/indian-express-bangla/media/media_files/2025/03/16/aNMGKmuACHwnnURX8DiI.jpg)
পুনমের ভোলবদল
/indian-express-bangla/media/media_files/2025/03/16/hghjghjghj-238178.jpg)
এ কোন পুনম!
পুনম পাণ্ডে মানেই যেন চোখের সামনে ভেসে ওঠে তাঁর বোল্ড ইমেজ। কখনও কোনওক্রমে গোপনাঙ্গ ঢেকে ক্যামেরার সামনে চলে আসেন তো কখনও আবার উষ্ণ লুকে পারদ চড়ান। শরীরী হিল্লোলে যে পুনম পাণ্ডে ঝড় তোলেন আজ তিনি একেবারে সাদামাটা শাড়ি লুকে! যা দেখে নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছেন না নেটপাড়ার সদস্যরা।
/indian-express-bangla/media/media_files/2025/03/16/lkjklj-866376.jpg)
পুনমের ভোলবদল!
মহাকুম্ভে ত্রিবেণী সঙ্গমে পুম্যস্নানের পরই নিজেকে বদলে ফেললেন পুনম পাণ্ডে? খোলামেলা পোশাক ছেড়ে শাড়ি পরে ফ্রেমবন্দি হলেন এই বিতর্কিত অভিনেত্রী।
/indian-express-bangla/media/media_files/2025/03/16/khhjh-174600.jpeg)
পুনমের শাড়ি লুক
একটি ফটোশুটের জন্য শাড়ি পরে ভিন্ন লুকে পোজ দিয়েছেন পুনম পাণ্ডে। কখনও রঙিন তো কখনও আবার সাদা-কালো আবহে ধরা দিয়েছেন। এই লেটেস্ট ফটোশুট যেন চোখের আরাম!
/indian-express-bangla/media/media_files/2025/03/16/lkhkhkjhknh-574468.jpg)
সাদা-কালো আবহে
সাদা-কালো আবহে শাড়ি লুকে পুনমের লুকের স্নিগ্ধতা যেন মুগ্ধ করেছে নেটবাসীদের। সত্যিই বিতর্কিত অভিনেত্রী পুনম পাণ্ডের লেটেস্ট লুকে তাজ্জব বনে গিয়েছে নেটিজেনদের একাংশ।
/indian-express-bangla/media/media_files/2025/03/16/khjhjhj-223026.jpeg)
এ তুমি কেমন তুমি!
ঘোমটা মাথায় ক্যামেরায় পোজ দিয়েছেন পুনম পাণ্ডে। এই পুনমকে দেখে যেন একপ্রকার 'অপ্রস্তুত' হয়ে পড়েছেন নেটনাগরিকরা।
/indian-express-bangla/media/media_files/2025/03/16/lkjijil-600744.jpg)
সাদামাটা পুনম
হালকা রঙের ব্লাউজের সঙ্গে সাদা রঙের শাড়িতে সাদামাটা পুনম পাণ্ডে। তাঁর সাবেক সাজে বাড়তি সংযোজন লম্বা বিনুনি আর গলায় মুক্তোর মালা।