-
সন্তানের অপেক্ষায় পরীমনি। মা হওয়ার সুখবর আগেই জানিয়েছিলেন। সোশ্যাল মিডিয়াতেও একেবারেই রাখঢাক নেই বাংলাদেশী অভিনেত্রীর। নতুন মানুষের অপেক্ষায় দিন গুনছেন পরী।
-
তোড়জোড় শুরু। নতুন সদস্য আসতে আর একটুও দেরি নেই। তার আগেই একগুচ্ছ শপিং সেরে ফেলেছেন অভিনেত্রী। ফুটফুটে সন্তানের অপেক্ষায় আর তর সইছে না পরীর।
-
একগুচ্ছ শপিং, আর তার সঙ্গে স্বামী রাজের ভালবাসায় এখন সপ্তম স্বর্গে পরী। রাজ নিজেও যথেষ্ট খেয়াল রাখছেন অভিনেত্রীর।
-
কিছুদিন আগেই সাধ খেলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় জানালেন, তার সাধের সাধ। এবং এই আয়োজন করেছিলেন বাংলাদেশের আরেক অভিনেত্রী সরকার অপু। তিনিও যে মা-ই। ভীষণ খুশি হয়েছিলেন পরী। তার একগাদা ভালবাসায় আপ্লুত অভিনেত্রী।
-
থালা ভর্তি খাবার, শাড়ি, আগত সন্তানের জন্য জামা কী নেই! গোলাপী রঙের নতুন শাড়ি পরেই সাধ খেতে বসলেন পরী। শিল্পী সরকার অপুকে জানালেন অঢেল ভালবাসা।
-
এদিকে পুঁচকে মানুষটির জন্য জামা, জুতো, বেবি বেড সবকিছুই কিনে ফেলেছেন অভিনেত্রী। নিজে পছন্দ করে একটা একটা করে স্বপ্ন বুনছেন পরীমনি।
-
বেশ কিছুদিন আগেই প্রেগনেন্সি শুট করে আগুন লাগিয়েছিলেন পরী। সাদা হলুদ পোশাকে নজর কেড়েছিলেন। হবু মায়ের গ্লো যেন ফেটে পড়ছে, জানিয়েছিলেন অনুরাগীরা।
-
হাতে ছোট্ট পিচ রঙের বেবি শু, অভিনেত্রী লিখেলন ছোট্ট প্রজাপতির অপেক্ষায়। তার আসার আয়োজনে খামতি রাখছেন না উড বি মম পরীমনি।
-
সাধের আয়োজন করেছিলেন আরেক বাংলাদেশী পরিচালক চয়নিকা চৌধুরী। তার ভালবাসায় আপ্লুত পরী। লিখলেন, এত ব্যস্ততার মাঝেও তুমি এই আয়োজন করেছ, যত্ন করেছ আমার। শুরুর দিন থেকেই তুমি আমার সঙ্গী। মা, তোমায় ভালবাসি।
-
মা হওয়ার পথে কাছের মানুষ শরিফুল রাজ কিন্তু তার ছায়াসঙ্গী। সমস্ত অনুষ্ঠানে ভাগ নিচ্ছেন শরিফুল। একসঙ্গে পোশাক কিনতে যাওয়া হোক অথবা, সাধের অনুষ্ঠানে উপস্থিত থাকা – একেবারেই পরীকে কাছছাড়া করছেন না তিনি।
