-
চিরাচরিত চরিত্রের বাইরে গিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে সবসময় নিত্যনতুন কিছু করবেন, এটাই তো স্বাভাবিক। তাই তো, এবার আবারও জুটি বেঁধেছেন পরিচালক অতনু ঘোষের সঙ্গে।এক্সপ্রেস ফটো-শশী ঘোষ
-
বয়সের সঙ্গে সঙ্গে নিজের অভিনয় দক্ষতা এবং সত্বাকেও দিব্য পাকাপোক্ত করে তুলেছেন প্রসেনজিৎ। এবার ৫৮ বছর বয়সী এক মানুষের চরিত্রে অভিনয় করছেন তিনি। ছবির নাম শেষ পাতা।এক্সপ্রেস ফটো-শশী ঘোষ
-
ছবির ট্রেলার লঞ্চে যেন চাঁদের হাট। পরিচালক সাহেব অতনু ঘোষ ছাড়াও এদিন উপস্থিত ছিলেন গার্গী রায়চৌধুরী, বিক্রম চট্টোপাধ্যায়, ছাড়া প্রসেনজিৎ চট্টোপাধ্যায় খোদ।এক্সপ্রেস ফটো-শশী ঘোষ
-
পরিচালকের সঙ্গে এই নিয়ে তিন নম্বর ছবি বুম্বার। এর আগে ময়ূরাক্ষী এবং রবিবারে একসঙ্গে জুটি বেঁধেছিলেন। অভিনেতা জানান, অতনুর সঙ্গে কাজ করার ইচ্ছে সবসময় থাকে। ও যখন ছবি বানায় ভেবে চিন্তে, পজিশনিং করেই বানায়।এক্সপ্রেস ফটো-শশী ঘোষ
-
এদিকে, অভিনেত্রী গার্গী রায়চৌধুরী রয়েছেন এই ছবিতে। শুধু অভিনেত্রী হিসেবে নয়। বরং, একজন গায়িকা হিসেবেও আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। এই ছবিতে দুটি প্লেব্যাক রয়েছে তাঁর। অভিনেত্রী বলছেন, আমার জন্য শেষ পাতা দিয়েই নতুন শুরু হায় চলেছে।এক্সপ্রেস ফটো-শশী ঘোষ
-
ছবি নিয়ে যথেষ্ট আশাবাদী পরিচালক নিজেও। বললেন, এই ছবিতে অনেক নতুন কিছু আছে। ছবি বানানো হয়ে গেলে তো আর কিছু বলার থাকে না। কিন্তু ওই আর কি!এক্সপ্রেস ফটো-শশী ঘোষ
-
ছবিতে প্রসেনজিৎ এর চরিত্র ঠিক কেমন? ৫৮ বছরের একটি লোক! কাঁচা পাকা দাঁড়ি, রুগ্ন চেহারা সঙ্গে চোখের নিচে কালো দাগ, ভীষণ সাদামাটা জীবনের গল্প হলেও এই চরিত্র নিয়ে বেজায় উত্তেজিত অভিনেতা নিজেও।এক্সপ্রেস ফটো-শশী ঘোষ
-
একজন অবসর প্রাপ্ত লেখক, যার একসময় বিরাট ক্রেজ কিন্তু এখন তাঁকে আর কেউ সম্মান করে না। নিজের স্ত্রীকে নিয়ে বই লিখতে গিয়েই তিনি তা পারলেন না। বরং ৪০ হাজার টাকা পারিশ্রমিক নিয়ে সেটি সম্ভব হল না।এক্সপ্রেস ফটো-শশী ঘোষ
-
পরিচালকের ব্যাখ্যা অনুযায়ী, এহেন চরিত্রে আগে তাঁকে দেখা যায় নি। ফলেই দর্শক নতুন করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে পেতে চলেছেন।এক্সপ্রেস ফটো-শশী ঘোষ
প্রসেনজিতের ‘শেষ পাতা’ দিয়েই সঙ্গে ‘নতুন অধ্যায়’ শুরু গার্গীর
‘শেষ পাতা’র ট্রেলার লঞ্চ জমজমাট বুম্বা-গার্গী, বিক্রমদের উপস্থিতিতে। দেখুন
Web Title: Prasenjit atanu ghosh duo back with sesh pata trailer release