New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/12/8.jpg)
১২ ডিসেম্বর গাঁটছড়া বাঁধতে চলেছেন ইশা আম্বানি ও আনন্দ পিরমল। হাজার পাচেক গরীব লোককে তিন দিন ধরে খাওয়াচ্ছে আম্বানি পরিবার। সদ্য ইতি পড়েছে প্রিয়াহ্কা নিকের বিয়ের অনুষ্ঠানে। তারপরেই সোজা উড়ে গেলেন উদয়পুর। এবছরের শুরুতে ইতালির লেক কোমোতে আনন্দ পিরমলের সঙ্গে বাগদান হয় ইশা আম্বানির। উদয়পুরে বিয়ের ভেনুতে মুকেশ ও নিতা আম্বানির সঙ্গে ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রা। গোলাপী রঙের ডিজাইনার লেহেঙ্গায় সেজে ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি দিলেন হবু বৌ। অনুষ্ঠানে হুল্লোরে মাতলেন রিয়া , জাহ্নবী, করিশ্মা, খুশি কাপুরা, দেখা গেল পরিণীতি চোপড়াকেও।