-
ঋতুপর্ণা ও শাশ্বত-র ছবি পার্সেল। সম্প্রতি ছবিটি মুক্তি পেয়েছিল শহরে। যদিও করোনা আতঙ্কে প্রেক্ষাগহ বন্ধ থাকায় আপাতত স্থগিত এই ছবির স্ক্রিনিং।
-
শহরে এই ছবির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন ঋতুপর্ণা, শাশ্বত, চিরঞ্জিত ও পরিচালক ইন্দ্রাশিস সহ অনেকে।
-
ছবিটি দেখতে এসেছিলেন অভিনেতা অনিন্দ্য ও পরিচালক নন্দিতা রায়।
-
একসঙ্গে হাজির হয়েছিলেন রাহুল বন্দ্যোপাধ্যায় ও সন্দীপ্তা।
-
ঋতুপর্ণা ও শাশ্বত-র কাছে অনবরত আসছে বিভিন্ন পার্সেল। কিন্তু কে পাঠাচ্ছে, কেন পাঠাচ্ছে সেই প্রশ্নের কোনও উত্তর পাওয়া যাচ্ছে না।
-
রহস্যে ঘেরা ইন্দ্রাশিস আচার্য-র ছবি ‘দ্য পার্সেল’।
-
ছবির প্রিমিয়ারে দেখা মিলল অপরাজিতা ঘোষ দাসের।
-
অভিনেত্রী দামিনী বেণী বসুর সঙ্গে অনিন্দ্য।
-
ইন্দ্রাশিসের আগের ছবি পিউপা-র অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী।
-
ইতিমধ্যেই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখা গিয়েছে এই ছবি।
-
অবশেষে শহরের দর্শকদের সামনে এসেছিল ঋতুপর্ণা-শাশ্বত’র যুগলবন্দী।
-
ছবির সঙ্গীত পরিচালনায় করেছেন জয় সরকার।
-
এদিন দেখা মিলল অভিনেত্রী কাঞ্চনা মল্লিকেরও।
-
ঋতুপর্ণা সেনগুপ্ত ও কৃষ্ণা কয়ালের প্রযোজনায় ‘দ্য পার্সেল’ মুক্তি পেয়েছে ১৩ মার্চ।
পার্সেল-এর প্রিমিয়ারে ঋতুপর্ণা, শাশ্বত সহ শিল্পীরা, দেখুন ফোটো
পার্সেল-এর প্রিমিয়ারে ঋতুপর্ণা সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায়, চিরঞ্জিত এবং পরিচালক ইন্দ্রাশিস আচার্য। করোনা আতঙ্কে আপাতত বন্ধ প্রেক্ষাগৃহ। তাই দেখা যাচ্ছে না এই ছবি।
Web Title: Premiere of parcel