২ ডিসেম্বর গাঁটছড়া বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। সেই জন্যই বৃহস্পতিবার মুম্বই থেকে যোধপুরে ডেস্টিনেশন বিয়ের জন্য রওনা হলেন তারা। সঙ্গে প্রিয়াঙ্কার পরিবার ছাড়াও রওনা দিলেন নিকের বাবা-মা, ভাই কেভিন জোনাস ও বন্ধু সোফি টার্নের। -
বুধবার বিয়ের আগে প্রিয়াঙ্কার বাড়িতে পুজোর আয়োজনে দেশীয় পোশাকে পিগি-নিক। এক্সপ্রেস ছবি-ভারিন্দর চাওলা
-
নিউ জার্সিতে আটলান্টিক সিটিতে বিয়েবাড়িতে দু’জনকে একসঙ্গে ফ্রেমবন্দিও করেছেন ফোটোগ্রাফাররা। তবে এদিনের ছবিটা যোধপুরের। এক্সপ্রেস ছবি- ভারিন্দর চাওলা
-
ফোটোগ্রাফারদের সামনে মুম্বই বিমানবন্দরে পোজ দিলেন প্রিয়াঙ্কা ও নিক। এক্সপ্রেস ফোটো- ভারিন্দর চাওলা
-
কোনও গুজবেই তাঁরা কান না দিয়ে ঘুরে বেড়িয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। একে অন্যের হাত ধরে বারবার প্রকাশ্যে এসেছেন প্রিয়াঙ্কা ও নিক। এক্সপ্রেস ছবি- ভারিন্দর চাওলা
-
করণ কুন্দ্রা ও ভিজে বানিকে এদিন দেখা গেল যোধপুরে। প্রিয়াঙ্কা -নিকের জন্যই তা তো আর বলে দিতে হবে না। এক্সপ্রেসছবি- ভারিন্দর চাওলা
-
দেশী গার্লের ভাই সিদ্ধার্থ চোপড়াকেও দেখা গেল। দিদি বিয়ে, সবটা সামাল দিতে তো তাকেই প্রয়োজন। এক্সপ্রেস ছবি- ভারিন্দর চাওলা
-
আবু জানি-সন্দীপ খোসলার পোশাকে তৈরি হতে পারেন পিগি। য়োধপুর বিমানবন্দের সন্দীপ খোসলার উপস্থিতি তো সেই ইঙ্গিতই দিচ্ছে। এক্সপ্রেস ছবি- ভারিন্দর চাওলা
-
প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের সম্পর্ক নিয়ে কম মাতামাতি হয়নি বি-টাউনে। এক্সপ্রেস ছবি- ভারিন্দর চাওলা
-
যোধপুর বিমানবন্দরে পৌঁছলেন পরিণীতি চোপড়া। এক্সপ্রেস ছবি- ভারিন্দর চাওলা
-
বিমানবন্দরের বাইরে নিক জোনাসের মা-বাবা।এক্সপ্রেস ছবি- ভারিন্দর চাওলা
-
বিমানবন্দরের বাইরে জমা হয়েছিলেন ফোটোগ্রাফাররা। এক্সপ্রেস ছবি- ভারিন্দর চাওলা
-
বিয়েতে নাচ হবেনা এটা কি হয়। তাই বিমানবন্দরে দেখা মিলল কোরিওগ্রাফার গণেশ হেগ্রে। এক্সপ্রেস ছবি- ভারিন্দর চাওলা
