-
আর মাত্র হাতে গুনে কটা দিন, তারপরই ছাদনা তলায় প্রিয়াঙ্কা এবং নিক। তড়িঘড়ি বিয়ে আগে শেষ করে নিলেন স্কাই ইজ পিঙ্ক ছবির শুটিং। ছবির গানের জন্য দিল্লী এসেছেন নিক।
-
কপত কপতিকে নিয়ে ছবির পরিচালক সোনালি বোস ছোট্ট পর্টির আয়োজন করে ফেললেন। তারই ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।
যোধপুরে উমেদ ভবন প্যালেসে ১ লা ডিসেম্বর আয়োজন করা হয়েছে বিয়ের। -
স্কাই ইজ পিঙ্ক ছবিতে সহ অভিনেতা হিসাবে দেখা যাবে ফারহান আখতার ও জাইরা ওয়াসিম। ছবির প্রযোজক হিসাবে রয়েছেন সিদ্ধার্থ রায় কাপুর।
-
কয়েকদিন আগে শুটিং ফ্লোর থেকে নিজেদের ছবি শেয়ার করেছিলেন ছবি টিম সদস্যরা।‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ছবিতে দেখা যাবে আয়েশা চৌধুরীকে, ১৩ বছর বয়সে পালমোনারি ফিবরোসিস হওয়ার পর এখন একজন মোটিভেশনাল স্পিকার তিনি।
-
ছবিতে জায়রা ওয়াসিমকে দেখা যাবে আয়েশার ভূমিকায়। আর জাইরার বাবা-মার চরিত্রে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া ও ফারহান আখতার।
-
ছবির পরিচালক এবং চিত্রনাট্যকার ‘মার্গারিটা উইথ অ্য স্ট্র’ ছবির পরিচালক সোনালী বোস। আর ছবির সংলাপ রচনার দায়িত্ব পড়েছে জুহি চতুর্বেদীর ওপর।
