Bollywood Actress: নেড়া মাথা-চোখে রোদচশমা! বাবার কোলের রাজকন্যা বলিউড কাঁপানো অভিনেত্রী, চিনতে পারছেন?

Bollywood Actress Old Pic: মেয়েবেলা থেকে মডেলিং-এর দুনিয়া, এরপর বলিউডের জার্নির মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন। বড় হয়ে আবার গলায় সাপ জড়িয়েও ছবি পোস্ট করেছেন। চিনতে পারছেন ইনি কে?

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
 চিনতে পারছেন ইনি কে?

কাজের হাজার ব্যস্ততার মাঝে একটু মেয়েবেলার দিনগুলোতে ফিরে যেতে মন চেয়েছিল। ফটো লাইব্রেরি থেকে খুঁজে পেলেন ছোট থেকে বড় হওয়ার সেই সোনালী দিনগুলো। যখন বাবার কোলে উঠে জন্মদিনে ছবি তুলতেন, পরিবারের সঙ্গে ঘুরতে যেতেন। একটু একটু করে কৈশরে পা রেখে মডেলিংয়ের দুনিয়ায় নিজেকে প্রতিষ্ঠিত করেন। এরপর বলিউডে অভিষেক। অতীতের পাতা থেকে নস্ট্যালজিক মুহূর্তের ছবি শেয়ার করলেন জনপ্রিয় অভিনেত্রী। দেখুন তো চিনতে পারেন কিনা।