New Update
/indian-express-bangla/media/media_files/2025/02/18/pZbmASi9AZoj2bk4zPtt.jpg)
কাজের হাজার ব্যস্ততার মাঝে একটু মেয়েবেলার দিনগুলোতে ফিরে যেতে মন চেয়েছিল। ফটো লাইব্রেরি থেকে খুঁজে পেলেন ছোট থেকে বড় হওয়ার সেই সোনালী দিনগুলো। যখন বাবার কোলে উঠে জন্মদিনে ছবি তুলতেন, পরিবারের সঙ্গে ঘুরতে যেতেন। একটু একটু করে কৈশরে পা রেখে মডেলিংয়ের দুনিয়ায় নিজেকে প্রতিষ্ঠিত করেন। এরপর বলিউডে অভিষেক। অতীতের পাতা থেকে নস্ট্যালজিক মুহূর্তের ছবি শেয়ার করলেন জনপ্রিয় অভিনেত্রী। দেখুন তো চিনতে পারেন কিনা।