/indian-express-bangla/media/media_files/2025/04/29/pBDJamBwCTHMb0QYBSMe.jpg)
কোন কোন বলি সুন্দরীর সঙ্গে জুটি বেঁধেছেন মেগাস্টার প্রসেনজিৎ?
/indian-express-bangla/media/media_files/2025/04/29/GjmgKwz3zWVX0TSicsL2.jpg)
প্রসেনজিৎ-এর বলিউড কানেকশন
Prosenjit Chatterje Worked with bollywood Actress: একটা সময় যখন বাংলা সিনেমার ভরাডুবি অবস্থা তখন হাল ধরেছিলেন মেগাস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মূল ধারার বাণিজ্যিক ছবিকে বাঁচেয়ে রেখেছিলেন। এখন অবশ্য ছকভাঙা চরিত্রে অভিনয় করে টলিপাড়ায় নজির গড়েছেন। নামের সঙ্গে জুড়েছে সুপারস্টারের তকমা। শুধু টলিপাড়ার নায়িকাদের সঙ্গেই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কাঁপাননি বরং মুম্বইয়ের তাবড় তাবড় অভিনেত্রীদের সঙ্গে পায়ে পা মিলিয়ে কাজ করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রায় ৪০ এরও বেশি বলিউড অভিনেত্রীর বিপরীতে নায়ক হিসাবে অভিনয় করেছেন। এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন বলি নায়িকার সঙ্গে জুটি বেঁধেছেন?
/indian-express-bangla/media/media_files/2025/04/29/yjXU1VFkdaagSuzFo2Ls.jpg)
রাই সুন্দরীর সঙ্গে
ঋতুপর্ণ ঘোষের চোখের বালিতে প্রাক্তন বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে জুটি বেঁধেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কেরিয়ারের অন্যতম সেরা ছবি সে কথা নিঃসন্দেহে বলাই যায়।
/indian-express-bangla/media/media_files/2025/04/29/kCjZaVsEJPmryUJitBHi.jpg)
বিজয়েতা পণ্ডিত -র সঙ্গে
যুগে যুগে সমাদৃত 'আমরা অমরসঙ্গী'। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মঞ্চে উঠলে এখনও এই গান গাওয়ার অনুরোধ পৌঁছে যায় তাঁর কাছে। অমর সঙ্গী সিনেমায় বলি অভিনেত্রী বিজয়েতা পণ্ডিত -এর সঙ্গে জুটি বেঁধেছিলেন।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/01/bipasha-5.jpg)
বাঙালি কিন্তু বলিউডি নায়িকা বিপাশা
বিপাশা বসুর সঙ্গে সব চরিত্র কাল্পনিক-এ জুটি বেঁধেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বিপাশার স্বামীর চরিত্রে অভিনয় করে আপানর দর্শকের মনে দাগ কেটেছিল তাঁর অনবদ্য অভিনয়।
/indian-express-bangla/media/media_files/2025/03/21/NV5NMdTTkzH6etSnn7Uh.jpg)
রানির সঙ্গে বিয়ের ফুল
বলিউডের প্রথম সারির অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ের ফুল ছবিতে কাজ করেছিলেন প্রসেনজিৎ। আজও এই ছবির কথা লোকমুখে ফেরে।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/07/js-juhi-chawla.jpg)
প্রসেনজিৎ-জুহির অমর প্রেম
প্রসেনজিৎ-জুহি চাওলা জুটির অমরপ্রেম আজও ভোলেনি বাংলা ছবির দর্শক। প্রসেনজিৎ যতই সুপারহিট ছবি দর্শককে উপহার দিক না কেন কেরিয়ারের শুরুর দিকের এই ছবিগুলো একেবারে চিরন্তন।
/indian-express-bangla/media/media_files/2025/01/12/B7K6imms4u2qmDHP1FHj.jpg)
প্রসেনজিৎ-প্রীতির দ্য লাস্ট লিয়ার
বলিউডের ডিম্পল গার্ল প্রীতি জিন্টার সঙ্গে দ্য লাস্ট লিয়ার-এ জুটি বেঁধেছিলেন প্রসেনিজৎ চট্টোপাধ্যায়।
/indian-express-bangla/media/media_files/2025/04/29/V8bxYVz4UXm9bV7EMhMp.jpg)
নৌকাডুবিতে রিয়া-প্রসেনজিৎ জুটি
রিয়া সেনের সঙ্গে নৌকাডুবিতে জুটি বেঁধেছিলেন মেগাস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বলিউডে বেশ কিছু ছবিতে রিয়া করেছেন। কিন্তু, সাফল্য সেভাবে তাঁকে ছুঁতে পারেনি।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/ie-aditi_775156.jpg)
অদিতির সঙ্গে ওয়েবে ডেবিউ
হিন্দি সিরিজ জুবিলীতে বলি ডিভা অদিতি রাও হায়দারির সঙ্গে কাজ করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ডেবিউ সিরিজ তাঁর অভিনয় দর্শকমহলে প্রশংসিত হয়েছিল।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/07/prosenjit-759-1.jpg)
তালিকায় আর কারা?
কল্কি কোয়েচলিনের সঙ্গে সাংহাই, রাচেল হোয়াইটের সঙ্গে ওয়ান, দিব্যা দত্ত-র ট্রাফিক, মনীষা কৈরালার সঙ্গে খেলা, সমীরা রেড্ডির সঙ্গে আমি ইয়াসিন আর আমার মধুবালা, রিমি সেন ও রম্ভার সঙ্গে যথাক্রমে সজনী-রিফিউজি-তে কাজ করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এছাড়াও আছেন মুনমুন সেন, নীলম, আয়েসা জুলকা সহ আরও অনেকে।