New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/12/christmas-759-1.jpg)
ক্রিসমাসের রাত কীভাবে কাটালেন টলি তারকারা? এই অ্যালবামে রইল তারই কিছু ঝলক। ফোটো- ইনস্টাগ্রাম
বড়দিন বলে কথা। কলকাতা সেজে উঠবে না তা কি হয়! অ্যাংলো পাড়া থেকে তালতলার গলি ঘুপচি, পার্কস্ট্রিট থেকে সেন্ট পলস সেজে উঠেছে তিলোত্তমা। ক্রিসমাস ট্রি, সান্টা ক্লজ, জিঙ্গল বেলে কেবল শহর নয় ছোট থেকে বড়, সাধারণ মানুষ থেকে তারকা, প্রত্যেকে মেতে উঠেছে ক্রিসমাসের আনন্দে। এই অ্যালবামে রইল টলিউড তারকাদের ক্রিসমাস ইভের ছবি। ফোটো- শুভশ্রীর ইনস্টাগ্রাম বছর শেষের এই উৎসবের মেজাজের মধ্যেই মুক্তি পেয়েছে নায়িকার ছবি 'সাঁঝবাতি'। সেই আনন্দ তো রয়েইছে, তার সঙ্গে যোগ্য সঙ্গত দিয়েছে পাওলি দামের এই ছবি। লাল ড্রেসে ছবি শেয়ার করে ফ্যানেদের ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী। ফোটো- পাওলির টুইটার নিজের বাড়িতেই সান্টাক্লজের দেখা পেয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ফোটো- সায়ন্তিকার ইনস্টাগ্রাম 'ঘরে বাইরে আজ'- খ্যাত অভিনেত্রী তুহিনা দাস কিন্তু ক্রিসমাস এবং শীত দুটোই জমিয়ে উপভোগ করছেন। ফোটো- তুহিনার ইনস্টাগ্রাম পরিবার ও বন্ধুদের সঙ্গে পার্টির আনন্দে যিশু সেনগুপ্ত। ছবিতে স্ত্রী নীলাঞ্জনা সেনগুপ্তের সঙ্গে যিশু। ফোটো- নীলাঞ্জনার ইনস্টাগ্রাম টলিউডের পাওয়ার কপল, রাজ-শুঙশ্রী। দু'জনে একসঙ্গে উপভোগ করছেন বড়দিন। ফোটো- শুভশ্রীর ইনস্টাগ্রাম ছেলে তৃষাণজিতের সঙ্গে বড়দিন পালন প্রসেনজিতের। ক্রিসমাস ট্রি-র সঙ্গে তুললেন ছবিও। ফোটো- প্রসেনজিতের টুইটার বড়দিনে নস্ট্যালজিয়ায় ভাসলে স্বস্তিকা মুখোপাধ্যায়। লিখলেন, ছোট থেকে এখনও আমার সান্টাক্লজ। বাবা সন্তু মুখোপাধ্যায়ের সঙ্গে স্বস্তিকার ছবি। ফোটো- স্বস্তিকার টুইটার যিশু সেনগুপ্ত। ফোটো- নীলাঞ্জনার ইনস্টাগ্রাম সান্টা ক্লজের সঙ্গে ফোটোশুটে নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ফোটো- শুভশ্রীর ইনস্টাগ্রামসান্টা ক্লজের সঙ্গে ফোটোশুটে নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ফোটো- শুভশ্রীর ইনস্টাগ্রাম অঞ্জন দত্তর সঙ্গে ক্রিসমাস পার্টিতে তুহিনা দাস। ফোটো- তুহিনার ইনস্টাগ্রাম বাড়িতে মায়ের সঙ্গে আগেই কেক বানিয়েছেন মিমি। আপাতত কলকাতার পরিবারের সঙ্গে ব্যস্ত বড়দিন উদাযাপনে। ফোটো- মিমির ইনস্টাগ্রাম ক্রিসমাস ট্রি সঙ্গে সাদা টি-শার্ট, ক্রিসমাসের পারফেক্ট কম্বিনেশন সায়ন্তিকার। ফোটো- সায়ন্তিকার ইনস্টাগ্রাম সিঙ্গাপুরে ছেলে-মেয়ের সঙ্গে ক্রিসমাস কাটাচ্ছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ফোটো- ঋতুপর্ণার টুইটার বাবার সঙ্গে ছবি তো দিয়েইছেন, তবে মেয়ের সঙ্গেও বড়দিন কাটালেন স্বস্তিকা মুখোপাধ্যায়। ফোটো- স্বস্তিকার ইনস্টাগ্রাম বন্ধু, পরিবার ও ঐন্দ্রিলার সঙ্গে ক্রিসমাস পার্টিতে অঙ্কুশ হাজরা। নিজের বাড়িতেই পার্টি দিয়েছেন অভিনেতা। ফোটো- অঙ্কুশের ইনস্টাগ্রাম ডেভিল রিং পড়ে শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ক্রিসমাসের আনন্দে মাতলেন নায়িকা। ফোটো- শ্রাবন্তীর ইনস্টাগ্রাম রাজ-শুভশ্রীর বাড়িও সেজেছে ক্রিসমাসের জন্য। ফোটো- রাজের ইনস্টাগ্রাম ফোটো- অঙ্কুশের ইনস্টাগ্রাম নিজের বাড়িতে এভাবেই ক্রিসমাস পালন পরমব্রতর। ফোটো- পরমের ইনস্টাগ্রাম নিজের পোষ্যর সঙ্গে বড়দিনের ছবি শেয়ার করলেন মিমি। ফোটো- মিমির ইনস্টাগ্রাম নস্ট্যালজিক ঋতাভরী। ফোটো- ঋতাভরীর ইনস্টাগ্রাম খুদের সঙ্গে ক্রিসমাসে মেতেছেন রাজ-শুভশ্রী। ফোটো- ইনস্টাগ্রাম