শীঘ্রই দ্বিতীয়বার জুটি বাঁধতে চলেছেন অভিনেতা পুলকিত সম্রাট
বর্তমানে অনেক শিল্পীকে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়ে জীবনের নতুন যাত্রা শুরু করতে দেখা যায়। এবার এই তালিকায় যুক্ত হবে আরও একজন অভিনেতা-অভিনেত্রীর নাম। শীঘ্রই বিয়ে করবেন পুলকিত সম্রাট ও কৃতি খারবান্দা। (ছবি সৌজন্যে- পুলকিত সম্রাট ইনস্টাগ্রাম)খবরে বলা হয়েছে, ১৩ বা ১৫ মার্চ গাঁটছড়া বাঁধতে চলেছেন পুলকিত ও কৃতি। অভিনেতা পুলকিতের এটি দ্বিতীয় বিয়ে। (ছবি সৌজন্যে- পুলকিত সম্রাট ইনস্টাগ্রাম)পুলকিত প্রথম বিয়ে করেছিলেন সলমন খানের বোন শ্বেতা রোহিরাকে। কিন্তু কিছুদিন পরেই এক বিখ্যাত অভিনেত্রীর কারণে পুলকিত ও শ্বেতার বিবাহবিচ্ছেদ হয় বলে জানা গেছে। কিন্তু সত্যিই কি ঘটেছে? পড়ুন (ছবি সৌজন্যে- জনসত্তা)২০১৪ সালে পুলকিত এবং শ্বেতার বিয়ে হয়। কিন্তু এক বছরের মধ্যেই দুজনের বিচ্ছেদ হয়। তথ্য অনুযায়ী, ২০১৫ সালে শ্বেতা গর্ভপাতের শিকার হন এবং কয়েকদিন সান্তা ক্রুজের একটি হাসপাতালে ভর্তি হন। (ছবি সৌজন্যে- জনসত্তা)গর্ভপাতের পর শ্বেতাকে সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। এদিকে স্ত্রীর যত্ন নেওয়ার বদলে অভিনেত্রী ইয়ামি গৌতমের সঙ্গে সময় কাটাচ্ছিলেন পুলকিত। (ছবি সৌজন্যে- জনসত্তা)সূত্রের খবর, পাশেই থাকতেন শ্বেতা ও ইয়ামি। যখন শ্বেতাকে বাড়িতে সম্পূর্ণ বিশ্রাম নিতে বলা হয়েছিল, ইয়ামি এবং পুলকিত প্রতিদিন একই বিল্ডিংয়ের জিমে একসঙ্গে ব্যায়াম করতেন। (ছবি সৌজন্যে- জনসত্তা)পুলকিত ও ইয়ামি একসঙ্গে দুটি ছবি করেছেন। এ সময় দুজনেই একে অপরের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। ছবির সেটে পুলকিতের জন্য বাড়ি থেকে খাবার নিয়ে আসতেন ইয়ামি। তাঁদের সম্পর্কের গুজব ছড়িয়ে পড়লে ইয়ামি শ্বেতার বিল্ডিংয়ের বাড়ি ছেড়ে চলে যান। সে বিষয়টি কাউকে জানায়নি। (ছবি সৌজন্যে- জনসত্তা)স্ত্রী শ্বেতার সঙ্গে বিবাহ বিচ্ছেদের জন্য পুলকিতকে চাপ দিচ্ছিলেন ইয়ামি। অবশেষে ২০১৫ সালে শ্বেতাকে ডিভোর্স দেন পুলকিত। (ছবি সৌজন্যে- জনসত্তা)পুলকিতের প্রাক্তন স্ত্রী শ্বেতা একজন সাংবাদিক। বিবাহবিচ্ছেদের পর তিনি নিজেকে অনেক বদলে দিয়েছেন এবং এখন তিনি তাঁর জীবনে সুখী। (ছবি সৌজন্যে- জনসত্তা)এদিকে, পুলকিতের নাম ইয়ামি গৌতমের আগে মৌনি রায়ের সঙ্গে যুক্ত ছিল। অভিনেতা এর আগে মৌনির সঙ্গে 'কিঁয়ুকি সাস ভি কভি বহু থি' সিরিয়ালে কাজ করেছিলেন। এই সিরিয়ালে দুজনের রসায়ন দর্শকরা পছন্দ করেছেন। (ছবি সৌজন্যে- পুলকিত সম্রাট ইনস্টাগ্রাম)পুলকিত এবং মৌনিকে প্রায়ই এই সম্পর্কের বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল। কিন্তু তাঁরা দুজনেই স্বীকার করেননি যে তাঁদের মধ্যে সম্পর্ক রয়েছে। (ছবি সৌজন্যে- পুলকিত সম্রাট ইনস্টাগ্রাম)এখন কৃতির সঙ্গে আবার বিয়ে করতে প্রস্তুত পুলকিত। হরিয়ানায় ধুমধাম করে দুজনের বিয়ের অনুষ্ঠান হবে। (ছবি সৌজন্যে- পুলকিত সম্রাট ইনস্টাগ্রাম)