
শুক্রবার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ে করলেন বাংলাদেশের অভিনেত্রী ও শিক্ষিকা রফিয়াত রশিদ মিথিলা। তবে এর কিছুদিন আগে থেকেই তিনি দুই বাংলায় আলোচনার শিখরে। অবশেষে বোঝা গেল কারণটা। সৃজিতের ঘরনি হলেন মিথিলা। ফোটো- মিথিলার ইনস্টাগ্রাম


পড়াশোনার পর ব্রাক ইউনিভার্সিটিতেই গবেষণার কাজ করতেন তিনি। বর্তমানে ব্রাক ইন্টারন্যাশানালের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের প্রধান। লেখাপড়ার পাশাপাশি কত্থক, মণিপুরি ও ভরতনাট্যমের তালিম নিয়েছেন মিথিলা। শিক্ষকতা করেছেন স্কুল ও কলেজে। ফোটো- মিথিলার ইনস্টাগ্রাম

অভিনয়ের কেরিয়ারেও বহু জনপ্রিয় কাজ করেছেন তিনি। পরিবারে চার ভাই-বোনের বড় মিথিলা ২০০৬ সালে বিয়ে করেন জনপ্রিয় গায়ক তহসান রহমান খানকে। পরে বহু গানের অ্যালবামে একসঙ্গে পাওয়া গিয়েছে তাদের। ফোটো- মিথিলার ইনস্টাগ্রাম

২০১৩ সালের ৩০ এপ্রিল জন্ম তাদের একমাত্র কন্যাসন্তান আইরার। এরপরেই ২০১৭ সালে বিবাহ বিচ্ছেদ হয় তহসান ও মিথিলার। ফোটো- মিথিলার ইনস্টাগ্রাম

তাঁকে ঘিরে বিতর্কও কম হয়নি বাংলাদেশে। পরিচালক ইফতেখার আহমেদ ফাহমির কিছু ব্যক্তিগত ছবি সোশাল মিডিয়ায় ফাঁস হয়ে যায় মিথিলার। শুরু হয় সমালোচনা। যদিও এরপরেই বাংলাদেশের সাইবার ক্রাইম দফতরে অভিযোগ দায়ের করেছিলেন তিনি, পাশে পেয়েছিলেন সৃজিতকে। ফোটো- মিথিলার ইনস্টাগ্রাম


বেশ কিছুদিন ধরেই সৃজিতের সঙ্গে মিথিলার সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছিল। বিয়ের তারিখ নিয়েও নানা রকম লেখালিখি চলছিল। শেষমেষ সবাইকে চমকে দিয়ে দক্ষিণ কলকাতায় এক ঘরোয়া অনুষ্ঠানে রেজিস্ট্রি করে বিয়ে করলেন তারা। ফোটো- মিথিলার ইনস্টাগ্রাম

বিয়ে উপলক্ষে কলকাতায় এসেছিলেন মিথিলার বাবা, মা এবং মেয়ে আইরা। বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলোকে মিথিলা জানিয়েছেন, মেয়ের সঙ্গে বেশ ভাব হয়ে গিয়েছে সৃজিতের। ফোটো- মিথিলার ইনস্টাগ্রাম


বিয়ের পর ছোট ঘরোয়া পার্টির আয়োজন করেছিলেন দু'জনে। সেখানে উপস্থিত ছিলেন টলিউডের কিছু পরিচিত মুখ। শোনা যাচ্ছে, সাতদিনের জন্য জেনেভা-য় মধুচন্দ্রিমায় উড়ে যাবেন যুগলে। ফোটো- সৃজিতের ফেসবুক

বিয়ের পর জেনেভার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন নব দম্পতি। সেখানেই পিএইচডি করবেন মিথিলা। ফোটো- সৃজিতের ফেসবুক