
দ্বিতীয় পুরুষ, রাইমা সেনের ছবি মুক্তি পাওয়ার পর বক্সঅফিসে ঝড় তুলেছে। তবে নায়িকা এখন ব্যস্ত অন্য কাজে। অন্তত ফোটো সেই কথাই বলছে। তাঁর সোশাল মিডিয়ায় চোখ রাখলেই বোঝা যাচ্ছে আন্দামান-নিকোবরে ছুটি কাটচ্ছেন তিনি। সেখান থেকেই ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। ফোটো- রাইমা সেনের ইনস্টাগ্রাম

নিজের হেকটিক শেডিউল থেকে সময়বার করে সমুদ্র সৈকতে ঘুরে বেড়াচ্ছেন তিনি। মাঝে মাঝে সময় পেলেই ঘুরে আসেন নায়িকা। একা একা ট্রিপে যাওয়াটাও নেশার মতো কিনা! ফোটো- রাইমা সেনের ইনস্টাগ্রাম

জলের নীচের রহস্যও উদঘাটনে মজেছিলেন রাইমা। স্কুবা ডাইভিংয়ের ছবিও শেয়ার করেছেন নিজেই। ফোটো- রাইমা সেনের ইনস্টাগ্রাম

ভ্যালেন্টাইনের সপ্তাহেই সমুদ্রের তীরে গিয়েছিলেন রাইমা সেন, সঙ্গে ছিলেন বান্ধবী। ফোটো- রাইমা সেনের ইনস্টাগ্রাম

স্কুবা ডাইভিংয়ের ফোটো এবং ভিডিও দুটোই শেয়ার করেছেন। বোঝাই যাচ্ছে দেদার মজা করছেন নায়িকা। ফোটো- রাইমা সেনের ইনস্টাগ্রাম

কিছুদিন আগেই মলদ্বীপ থেকে ঘুরে এসেছেন রাইমা। তখনকার ছবিও ফ্যানেদের সঙ্গে ভাগ করে নিতে ভোলেননি তিনি। ফোটো- রাইমা সেনের ইনস্টাগ্রাম



আন্দামান ও নিকোবারের হ্যাভলক আইল্যান্ডে সানবাথ নিচ্ছেন অভিনেত্রী। পোস্টের লোকেশন দেখেই আন্দাজ করা যাচ্ছে জায়গা। ফোটো- রাইমা সেনের ইনস্টাগ্রাম

শর্ট ড্রেসে ও বিকিনিতে সমুদ্রতটে উষ্ণতা ছড়িয়ে দেওয়ার ছবি দেখা গেল নায়িকার। ফোটো- রাইমা সেনের ইনস্টাগ্রাম


আন্দামানের ম্যারাথনে রাহুল বোসের সঙ্গে দেখা হয়েছিল তাঁর। সে স্মৃতিও তুলে রাখলেন ভার্চুয়াল দেওয়ালে। ফোটো- রাইমা সেনের ইনস্টাগ্রাম