-
ইউভানকে নিয়ে সুইৎজারল্যান্ডের বরফ মোড়া পাহাড়ে রাজ-শুভশ্রী
-
দেখতে দেখতে খুদে ইউভান পারল করল ২ বছর।
-
জন্মদিনের উদযাপনও হল সুইস দেশেই।
-
সোমবার রাজ-শুভশ্রীর ছেলে ইউভান পা দিল ২ বছরে। আর ছেলের জন্মদিনটা এবার একটু অন্যভাবে সেলিব্রেট করতেই সুইৎজারল্যান্ডে পাড়ি টলিউডের তারকা-দম্পতির।
-
সুইৎজারল্যান্ডে গেলেন অথচ বরফ মোড়া আল্পসে ঘুরবেন না, তা আবার হয় নাকি?
-
রোপওয়ে-তে চড়ে দিব্যি মা-বাবার সঙ্গে সুইস পাহাড় দর্শন করল ইউভান।
-
তবে ছুটির মেজাজে এত ঘোরাফেরার মাঝেও ছেলেকে ঠিক নিজে হাতে খাইয়ে দিলেন শুভশ্রী।
-
কখনও ইউভানকে দেখা গেল মা শুভশ্রীর অনুকরণ করে বাবা রাজের দিকে বরফের টুকরো ছুঁড়ে দিতে। আবার কখনও বা রাজ দুষ্টুমি করে ছেলের দিকে বরফ ছুঁড়লেন।
-
সোয়েটার-জ্যাকেট চাপিয়ে ইউভানও মা-বাবার সঙ্গে দিব্যি সঙ্গ দিল বরফে মোড়া পাহাড়ে।
-
রাজ-শুভশ্রীর শেয়ার করা ভিডিওতে দেখা গেল চুপটি করে মায়ের কোলে বসে রয়েছে ইউভান।
-
সুইৎজারল্যান্ডে গিয়ে ইউভান যে বেশ মজা করছেন, তা বলাই বাহুল্য।
-
কোনওরকম কান্নাকাটি, ভয়-ডর নেই। একেবারে যেন লক্ষ্মী ছেলে ইউভান।
-
মায়ের কোলে ইউভানের আল্পস দর্শন।
-
সুইৎজারল্যান্ড ট্যুর সেরে এবার প্যারিস গন্তব্য রাজ-শুভশ্রীর।
