New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/05/1.jpg)
গায়ে হলুদের সকালে শুভশ্রী।
বাওয়ালি রাজ বাড়িতে গায়ে হলুদের আসরে রাজ। গায়ে হলুদের সকালে শুভশ্রী। বন্ধুদের সঙ্গে ওয়েডিং শ্যুটে কনে। চলছে গায়ে হলুদের আচার অনুষ্ঠানে। ফুলের সাজে বাওয়ালি রাজবাড়িতে শুভশ্রী। পরিবারের বাকিদের সঙ্গে পোজ দিলেন নায়িকা চলছে গায়ে হলুদের অনুষ্ঠান। খুশির মেজাজে ক্যামেরাবন্দি শুভশ্রী। আত্মীয়স্বজনের সঙ্গে ক্যামেরাবন্দি রাজ। হবু বরের ছোঁয়া হলুদে সেজেছেন কনে। একেবারে বাঙালি রীতিনীতি মেনেই চলল গায়ে হলুদ পর্ব। চলছে বরণপর্ব। গায়ে হলুদের অনুষ্ঠানে আত্মীয়ার সঙ্গে ক্যামেরাবন্দি নায়িকা। এয়ো-স্ত্রীদের হাজারও রেওয়াজ মেনেই চলল দিনভোর বিয়ের আসর। বিয়ের তত্ত্বে বরকনের প্রসাধনী। এয়ো দের সঙ্গে শুভশ্রী। নান্দীমুখে বসেছেন রাজ। পরিচালক যখন রিয়েল লাইফ নায়কের ভূমিকায়। নান্দিমুখে বসেছেন শুভশ্রী। রূপোর থালায় খাওয়া-দাওয়ায় সে এক রাজকীয় আয়োজন। সঙ্গে খাবারের মেনু। ক্রিম বেসের ওপর হলুদ রঙের লাহেঙ্গায় শুভশ্রী এদিন লাইমলাইট নায়িকা। চলছে ওয়েডিং ফোটোশ্যুট। আত্মীয়র সঙ্গে পোজ দিলেন শুভশ্রী, সঙ্গে পোষ্যরা।