-
মায়ের সঙ্গে হোলি সেলফি। বাঁদিকে মিমি চক্রবর্তী ও ডানদিকে উজানি দাশগুপ্ত।
-
রঙের উৎসবে অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় ও শ্বেতা ভট্টাচার্য।
-
রাজ শুভশ্রীর হোলি ২০২০ কাপল গোলস।
-
অভিনেত্রী প্রিয়া মণ্ডল দোল খেললেন তাঁর মনের মানুষের সঙ্গে।
-
বাঁদিকে জয়ী দেবরায় ও ডানদিকে শতাফ ফিগার।
-
ডিওপি মধুরা পালিতের হোলি লুক, সঙ্গে রাতাশ্রী দত্ত।
-
অভিনেত্রী অঙ্কিতা মজুমদার পাল।
-
অভিনেত্রী অঙ্কিতা মজুমদার পাল।
-
বাঁদিকে টেলিপাড়ার দুই লাভ বার্ডস ত্বরিতা ও জুপিটার। ডানদিকে সদ্য-বিবাহিত সঙ্গীত-সঞ্চারীর দোল-সেলফি।
-
মহানায়ক উত্তমকুমারের বাড়িতেই দোল খেললেন ত্বরিতা, বয়ফ্রেন্ড জুপিটার, গৌরব চট্টোপাধ্যায় ও পরিবারের সদস্যদের সঙ্গে।
-
মহানায়ক ও তরুণকুমারের সময় ধুমধাম করে আয়োজন হতো এই উৎসবের।
-
বেশ কয়েক বছর বন্ধ থাকার পরে বছর দুয়েক হল মহানায়কের ভবানীপুরের বাড়িতে আবার শুরু হয়েছে দোলপূর্ণিমার এই রঙের উৎসব।
-
৯ মার্চের এই দোল খেলায় সঙ্গী হলেন দেবলীনা কুমার ও প্রীতম দাস।
-
বাঁদিকে সম্রাজ্ঞী সাহা ও ডানদিকে শ্রীময়ী চট্টরাজ।
-
অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের দোল পার্টি।
-
প্রিয়াঙ্কা সরকার রং খেললেন কাছের বন্ধুদের সঙ্গে, সহজকে নিয়ে। সায়ন্তনী গুহঠাকুরতা, সুমন গঙ্গোপাধ্যায়ও সঙ্গী হলেন।
-
ছবি: সৌজন্য সায়ন্তনী গুহঠাকুরতা।
-
টেলি-অভিনেত্রী ঐন্দ্রিলা সাহা।
-
বাড়িতে জমিয়ে রং খেলা। বাঁদিকে অভিনেতা নীল চট্টোপাধ্যায় ও ডানদিকে অভিনেতা অনিন্দ্য চক্রবর্তী।
-
তিয়াসা ও সুবানের দোল-সেলফি।
-
'কৃষ্ণকলি'-নায়িকা তিয়াসা রায় দোল খেললেন পরিবারের সঙ্গে।
-
'ত্রিনয়নী' নায়িকা শ্রুতি দাস রং খেললেন কাটোয়ায়, যেখানে তাঁর বড় হয়ে ওঠা।
