রাখি সাওয়ান্তের প্রাক্তন স্বামী আদিল খান দুররানি ৩ মার্চ দ্বিতীয়বার গাঁটছড়া বাঁধেন।ইনস্টাগ্রামে বিয়ের অনুষ্ঠানের বিশেষ কিছু ছবি শেয়ার করেছেন আদিল।'বিগ বস ১২' খ্যাত অভিনেত্রী সোমি খানের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন আদিল।আদিল ও সোমির বিয়ে হয়েছিল জয়পুরে।বিয়ের অনুষ্ঠানে লাল লেহেঙ্গা পরেছিলেন সোমি।বিয়ের জন্য সাদা শেরওয়ানি পরেছিলেন আদিল।বর্তমানে আদিল ও সোমির বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।সোমি টিভি শো 'ন্যায়', 'কেসারিয়া বালাম' এবং 'হামারা হিন্দুস্তান'-এ অভিনয় করেছেন।রাখি সাওয়ান্ত ও আদিল খান ২০২২ সালে বিয়ে করেন।বিয়ের এক বছরের মধ্যেই আলাদা হয়ে যান রাখি ও আদিল।(সমস্ত ছবি সৌজন্যে: আদিল খান দুররানি/ইনস্টাগ্রাম)(এছাড়াও দেখুন: 'জি ছবি গৌরব' পুরষ্কার অনুষ্ঠানের জন্য অশ্বিনী ভাবের বিশেষ চেহারা; নিবেদিতা সারাফার মন্তব্য মনোযোগ আকর্ষণ করে )