সোহা - সারার রাখী বন্ধন! খান পরিবারে এক হলেন সইফ থেকে ইব্রাহিম।এই একটি দিনেই খান পরিবারে সকলে এক হন। সমস্ত বাঁধা বিপত্তি পেরিয়ে সারা ইব্রাহিম থেকে সোহা এবং সাবা। এদিন যেন শুধুই ভালবাসার।সকলের সঙ্গে উপস্থিত থাকেন করিনা নিজেও। সইফের দুই বোন তাঁকে রাখী বাঁধেন। অন্যদিকে, ইব্রাহিম - তৈমুর এবং জেহ বাবাকে রাখী বাঁধেন সারা আলি খান এবং ইনায়া খেমু।সাবেকি পোশাকে ধরা দিলেন সকলে। আরতি, মিষ্টি এবং রাখীর সঙ্গে সঙ্গে একমুঠো ভালবাসা খান পরিবারে। সকাল হতেই বাবার বাড়িতে হাজির হয়েছিলেন সারা এবং ইব্রাহিম।একই ফ্রেমে ধরা দিলেন করিনা, সইফ এবং সারা ইব্রাহিম। সকলের মধ্যেই সম্পর্ক বেজায় ভাল। যেকোনও অনুষ্ঠানেই সারা এবং ইব্রাহিম অন্তত একবার হলেও হাজির হন সইফের বাড়িতে। মাঝেমধ্যেই পাতৌদি প্রাসাদে একসঙ্গে ছুটিও কাটান।যদিও, এবার সকলের মাঝে অনুপস্থিত ছিলেন কুণাল খেমূ। তাঁকে দেখা যায়নি এবার। বড় দিদি সারার তত্বাবধানে, ছোট্ট ইনায়া রাখি পরালেন দাদা এবং ভাইদের। ছোট হাতে আরতিও করলেন তিনি।উল্লেখ্য, একই রঙের পাঞ্জাবি পড়েছিলেন ইব্রাহিম তৈমুর এবং জেহ। নীল রঙের পাঞ্জাবীতে তিন ভাইকে লাগছিলও বেশ।