Advertisment
Presenting Partner
Desktop GIF

সনজু ছবির পোস্টারে রণবীর কাপুর যেন অবিকল সঞ্জয় দত্ত

রাজকুমার হিরানী পরিচালিত সঞ্জয় দত্তের বায়োপিকে সঞ্জয় দত্তের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর কাপুর। বিধু বিনোদ চোপড়া প্রযোজিত এই ছবি মুক্তি পাবে ২৯ জুন। সঞ্জয় দত্তের জীবনের বিভিন্ন সময়কে তুলে ধরা হয়েছে এই ছবিতে। আর মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রণবীর কাপুর।

author-image
IE Bangla Web Desk
New Update
After the teaser of Sanjay Dutt's biopic titled Sanju helmed by Rajkumar Hirani and produced by Vidhu Vinod Chopra was released, the film became a topic of discussion. To keep the buzz around the much-awaited biopic alive until it reaches the theatres on June 29, the makers have been releasing several posters of Sanju. In these posters, we see Ranbir in his various avatars representing different phases of Sanjay Dutt's life. Scroll through to see how closely the young actor resembles the Khalnayak of Bollywood

রাজকুমার হিরানী পরিচালিত সঞ্জয় দত্তের বায়োপিকে সঞ্জয় দত্তের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর কাপুর। বিধু বিনোদ চোপড়া প্রযোজিত এই ছবি মুক্তি পাবে ২৯ জুন। সঞ্জয় দত্তের জীবনের বিভিন্ন সময়কে তুলে ধরা হয়েছে এই ছবিতে। আর মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রণবীর কাপুর।

sanjay dutt rajkumar hirani ranbir kapoor sanju
Advertisment