রাজকুমার হিরানি পরিচালিত সঞ্জয় দত্তের বায়োপিকে সঞ্জয় দত্তের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর কাপুর। বিধু বিনোদ চোপড়া প্রযোজিত এই ছবি মুক্তি পাবে ২৯ জুন। সঞ্জয় দত্তের জীবনের বিভিন্ন সময়কে তুলে ধরা হয়েছে এই ছবিতে। আর মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রণবীর কাপুর। শুক্রবার রাজকুমার হিরানী সনজুর পোস্টার শেয়ার করেন সোশাল মিডিয়ায়। যেখানে মুন্নাভাই এম বি বি এসের বেশে দেখা যাচ্ছে রণবীর কাপুরকে। বৃহস্পতিবার মুক্তি পেল সঞ্জয় দত্তের ৯০-এর লুক। এইসময়েই অভিনেতাকে ১৯৯৩য়ের মুম্বই হামলার দোষী মানা হয়। পোস্টারে রণবীর কাপুরকে দেখা যাচ্ছে সঞ্জয় দত্তের তখনকার চেহারায়। পোস্টারটিতে খলনায়ক ছবির লুকে রণবীর। সঞ্জয় দত্তের লুকে আরও একবার অন্য একটি পোস্টারে দেখা মিলল রণবীর কাপুরের। ১৯৯৩ সালে মুম্বই হামলায় দোষী সাবস্ত্য হওয়ার পর জেলে ছিলেন সঞ্জয় দত্ত। ২০১৬ র ফেব্রুয়ারী মাসে ছাড়া পান তিনি। এই পোস্টারে রণবীরের অবয়ব সেই দৃশ্যই বর্ণনা করছে। -
সনজু ছবির ট্যাগলাইন বলে, ওয়ান ম্যান, মেনি লাইভস।
