-
শুটিং সেটে গিয়ে আলাপ। সেখান থেকেই সুস্মিতা সেন ও রণদীপ হুডার বন্ধুত্ব ও প্রেম। যে সম্পর্ক নিয়ে তোলপাড় হয়ে গিয়েছিল বি-টাউন।
-
বঙ্গকন্যা তখনও বিশ্বসুন্দরীর খেতাব জেতেননি। থাকতেন দিল্লিতে। সেই সময়েই রজত তারার সঙ্গে সম্পর্কে জড়ান সুস্মিতা সেন।
-
পরিচালক বিক্রম ভাটের সঙ্গে ‘দস্তক’ সিনেমায় কাজ করতে গিয়েই নাকি ভাল লাগা! বঙ্গসুন্দরীর প্রেমে পড়েন বিক্রম। সেই প্রেম নিয়ে গুঞ্জনও কম ছিল না! যার জেরে নাকি পরবর্তীতে পরিচালকের সংসার ভেস্তে যায়।
-
আম্বানি পরিবারের সঙ্গেও নাম জড়িয়েছে বিশ্বসুন্দরীর। টিনার সঙ্গে নাকি তখন অনিলের তিক্ত সম্পর্ক চলছিল। সেইসময়েই সুস্মিতা সেনের প্রেমে পড়ে ২২ ক্যারেটের হিরের আংটি দিয়ে ফেলেন অনিল আম্বানি।
-
বিক্রম ভাটের সঙ্গে ব্রেক-আপের পর সঞ্জয় নারাং নামে জনপ্রিয় ব্যবসায়ীর সঙ্গে নাম জড়ায় সুস্মিতার। যদিও সেই সম্পর্ক ধোপে টেকেনি বেশিদিন।
-
২০০৮ সালে এক রিয়ালিটি শোয়ের বিচারক ছিলেন সুস্মিতা ও ওয়াসিম আক্রম। সেখান থেকেই বন্ধুত্ব। পরের বছর পাক ক্রিকেটারের স্ত্রীর মৃত্যু হয়। সেইসময়েই নাকি সুস্মিতা সেনকে মন দিয়ে ফেলেন আক্রম।
-
শেষমেশ বছর খানেক সিঙ্গল থাকার পর সুস্মিতা প্রেমে পড়েন কাশ্মীরি বংশোদ্ভূত মডেল রোহমান শলের। সেই অসমবয়সি প্রেম নিয়ে বেজায় সাহসী ছিলেন অভিনেত্রী। পরিবারের সঙ্গে শখ্যতাও গড়ে উঠেছিল রোমানের। লিভ-ইন সম্পর্কেও ছিলেন। শেষমেশ ২০২১ সালে রোমান-সুস্মিতা বিচ্ছেদের কথা ঘোষণা করেন।
-
আর তার বছর ঘুরতে না ঘুরতেই বোমা ফাটল! আইপিএল কেলেঙ্কারিতে অভিযুক্ত ফেরার ললিত মোদীর প্রেমে মশগুল সুস্মিতা সেন। যা নিয়ে চর্চার অন্ত নেই।
