-
সম্প্রতি রণবীর সিংয়ের ৩৭তম জন্মদিন গিয়েছে। আর সেই উপলক্ষেই মার্কিন মুলুকে ঘুরতে গিয়েছিলেন রণবীর-দীপিকা।
-
দু’জনেই যে যাঁর মতো কাজে ব্যস্ত। মাসে নাকি অর্ধেক দিন দেখাই হয় না! কিন্তু তবুও কোয়ালিটি টাইম কাটাতে সময় বের করে নিলেন রণবীর-দীপিকা।
-
অ্যাডভেঞ্চার পছন্দ দুই তারকারই। ভালবাসেন প্রকৃতির মাঝে সময় কাটাতে। এবারও তার অন্যথা করলেন না রণবীর-দীপিকা।
-
রণবীরের জন্মদিন উপলক্ষে কাটিয়ে এলেন মার্কিন মুলুকের পাহাড়-জঙ্গলে। প্রকৃতির মাঝেই রোম্যান্সে মশগুল দেখা গেল রণবীর-দীপিকাকে।
-
কোনওটায় দীপিকার গালে আদুরে চুমু এঁকে দিচ্ছেন স্বামী। আবার কোনওটায় বা স্ত্রী আদরে ভরিয়ে দিচ্ছেন রণবীরকে।
-
কখনও বা আবার সাইক্লিং করে পাহাড়ি রাস্তায় ঘুরতে দেখা গেল দীপিকাকে। আবার কোথাও বা জঙ্গলের মাঝেই ছোট্ট নদীতে ঝাঁপ দিলেন রণবীর।
-
১০ তারিখেই মুম্বইতে ফিরেছেন তারকা-দম্পতি। এসেই সুখবর শুনিয়েছেন। কোটি কোটি টাকা খরচ করে শাহরুখ-সলমনদের পড়শি হয়েছেন রণবীর-দীপিকা।
