সম্প্রতি রণবীর সিংয়ের ৩৭তম জন্মদিন গিয়েছে। আর সেই উপলক্ষেই মার্কিন মুলুকে ঘুরতে গিয়েছিলেন রণবীর-দীপিকা।দু'জনেই যে যাঁর মতো কাজে ব্যস্ত। মাসে নাকি অর্ধেক দিন দেখাই হয় না! কিন্তু তবুও কোয়ালিটি টাইম কাটাতে সময় বের করে নিলেন রণবীর-দীপিকা।অ্যাডভেঞ্চার পছন্দ দুই তারকারই। ভালবাসেন প্রকৃতির মাঝে সময় কাটাতে। এবারও তার অন্যথা করলেন না রণবীর-দীপিকা।রণবীরের জন্মদিন উপলক্ষে কাটিয়ে এলেন মার্কিন মুলুকের পাহাড়-জঙ্গলে। প্রকৃতির মাঝেই রোম্যান্সে মশগুল দেখা গেল রণবীর-দীপিকাকে।কোনওটায় দীপিকার গালে আদুরে চুমু এঁকে দিচ্ছেন স্বামী। আবার কোনওটায় বা স্ত্রী আদরে ভরিয়ে দিচ্ছেন রণবীরকে।কখনও বা আবার সাইক্লিং করে পাহাড়ি রাস্তায় ঘুরতে দেখা গেল দীপিকাকে। আবার কোথাও বা জঙ্গলের মাঝেই ছোট্ট নদীতে ঝাঁপ দিলেন রণবীর।১০ তারিখেই মুম্বইতে ফিরেছেন তারকা-দম্পতি। এসেই সুখবর শুনিয়েছেন। কোটি কোটি টাকা খরচ করে শাহরুখ-সলমনদের পড়শি হয়েছেন রণবীর-দীপিকা।