/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/js-featured-55.jpg)
রাভিনা ট্যান্ডন সম্প্রতি ডান্স রিয়েলিটি শো 'ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার 3'-এ অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন। এ সময় তিনি ১৯৯৪ সালের 'মোহরা' ছবির 'টিপ-টিপ বরসা' গানের শুটিং চলাকালীন একটি ঘটনা শেয়ার করেন। রাভিনা জানান, এই গানের শুটিং একটি নির্মাণস্থলে হয়েছিল, যেখানে খালি পায়ে নাচতে গিয়ে তার পায়ে পেরেক বিঁধে গিয়েছিল। এ কারণে তাকে টিটেনাস ইনজেকশনও নিতে হয়েছে। শুধু তাই নয়, বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে পড়েন।