পিতৃতান্ত্রিক নিয়ম অনুসারে শেষকৃত্য করার অধিকার শুধু পুরুষদেরই রয়েছে। তবে যুগবদলের সঙ্গে সেই রীতির উল্টো পথে হাঁটেন অনেকেই। মন্দিরা বেদীকেও দেখা গিয়েছিল স্বামীর মৃতদেহ কাঁধ দিতে ও মুখাগ্নি করতে। এবার সেই পথেই হাঁটলেন রবিনা টন্ডন। বাবার মুখাগ্নি করলেন বলিউড অভিনেত্রী।
শুক্রবারই চিরঘুমের দেশে চলে যান রবি টন্ডন। ভোর ৩টে ৪৫ মিনিট নাগাদ নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বহুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৫। লান্স ফ্রায়ব্রোসিসের সমস্যা ছিল। পাশাপাশি শ্বাসকষ্টও হচ্ছিল।
রবিনার বাবা বলিউডে একসময় একাধিক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। তার মধ্যে 'আনহোনি', 'খেল খেল মে', 'মজবুর', 'খুদ্দার', 'জিন্দেগি'র মতো সিনেমাগুলি বিশেষভাবে উল্লেখযোগ্য।
সান্তাক্রুজ শ্মশানে রবি টন্ডনের শেষকৃত্য সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন পরিচালক ফারহা খান, ঋদ্ধিমা পণ্ডিতের মতো অনেকেই।
রবি টন্ডনের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া বলিমহলে। অভিনেত্রীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ইন্ডাস্ট্রির সহকর্মীরা।