রাহুল দেব বর্মন, পঞ্চাশের দশকে বলিউড মিউজিকের পুরোধার জন্ম ১৯৩৯ সালে। সুরের সম্রাট শচীন দেব বর্মন এবং মীরা দেব বর্মনের হাত ধরেই সঙ্গীতের শিক্ষা শুরু আর ডির। পরে উস্তাদ আলি আকরব খাঁ ও আশিষ খানের যোগ্য শিষ্য ছিলেন তিনি। অসংখ্য বাংলা, হিন্দি ছবির গানের সুরকার ছিলেন তিনি। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ। -
আর ডি বর্মনের আরও একটি নাম পঞ্চমদা। হিন্দি চলচ্চিত্র জগৎ তাঁকে এই নামেও ডাকত। তবে নামটি দিয়েছিলেন অভিনেতা অশোক কুমার। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ।
-
আশা ভোঁসলে ও গলজারের সঙ্গে আর ডি বর্মন। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ
-
অভিনেতা মাহমুদ প্রযোজিত ‘ছোটে নবাব’ ছবির মাধ্যমেই চলচ্চিত্র জগতে অনুপ্রবেশ রাহুল দেব বর্মনের। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ।
তিনি ছিলেন মিউজিকের মাস্টার মাইন্ড। মাউথ অরগান বাজাতে পারতেন পঞ্চমদা। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ। দর্শককে ইলেকট্রিক অরগানের সঙ্গে পরিচয় করিয়েছিলেন 'ও মেরে সোনা রে গান'-এর মাধ্যমে। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ। ১৯৮০ সালে গায়িকা আশা ভোঁসলেকে বিয়ে করেন রাহুল। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ। -
মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, কিশোর কুমার, আশা ভোঁসলে, লতা মঙ্গেশকর প্রত্যেকেই গেয়েছেন পঞ্চমের সুরে। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ
-
লতা মঙ্গেশকরের সঙ্গে পঞ্চম। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ
রাহুল মোট ২৯২টি হিন্দি সিনেমা এবং ৩১টি বাংলা ছবির সঙ্গীত পরিচালনা করেছিলেন। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ। -
ফোটো- এক্সপ্রেস আর্কাইভ
রাহুলের প্রথম স্ত্রী ছিলেন রিটা। রিটার সঙ্গে বিচ্ছেদের পরই মুসাফির হুঁ ইয়ারো' গানটির সুর করেছিলেন পঞ্চমদা। পরে কিশোর কুমার পরিচয় ছবিতে গানটি গেয়েছিলেন। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ। -
'ইয়াদো কি বারাত', 'গোলমাল', 'খুবসুরত', 'সনম তেরি কাসাম', '১৯৪২: আ লাভ স্টোরি', 'রকি', 'শোলে'-র মতো জনপ্রিয় ছবির সঙ্গীত পরিচালনা করেছেন তিনি। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ।
'১৯৪২: আ লাভ স্টোরি' পঞ্চমদার শেষ সঙ্গীতপরিচালনা করা ছবি। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ।
