নামে কী এসে যায়? এ কথা শেক্সপিয়র সাহেব বলে গেলেও আমাদের অনেক বলিউড তারকাই বিশ্বাস করেন নামটাই অনেক কিছু! অনেকে বিশ্বাস করেন যে তাঁদের নামই ফ্যানেদের সঙ্গে যোগাযোগের মাধ্যম। ভারতীয় চলচ্চিত্রের অভিনেতদের অনেকেই পর্দায় নিজের নামের বদলে অন্য নাম ব্যবহার করতেই পছন্দ করেন। কিছু অভিনেতা নিউমেরোলজি মেনে, তো অন্যরা শুধু ভক্তদের মনে রাখার জন্য সহজ নাম ব্যবহার করেন। আপনি বলতেই পারেন নিজের নয়া নাম ব্যবহারের এই প্রবণতা ছিল কয়েক দশক আগের, তাহলে স্ক্রল করুন নিচের তালিকাটিতে- -
ট্যুইট ডিলিট করেছেন অক্ষয় কুমার
অমিতাভ বচ্চন নামটায় ওজন আছে। ঠিকই। কিন্তু, যদি বিগ বি যদি পর্দায় তাঁর প্রকৃত নাম 'ইনকিলাব শ্রীবাস্তব' রাখতেন তাহল ঠিক কেমন হত? সিনেমার সেট থেকে প্রচারে সবজায়গায় পরিচালক-সহকর্মী তাঁকে ডাকতেন সুইটি বলে। এভাবেই প্রকাশ্যে আসে অনুষ্কা শেট্টির আসল নাম। চাঙ্কি পান্ডে আমাদের কাছে পরিচিত তার কমেডির জন্য। কিন্তু অনুমান করুন তার প্রকৃত নাম কি? এটি সুয়ুশ শরৎ চন্দ্রকান্ত দেশপান্ডে। সুপারস্টার দেব আনন্দের নাম মোটেই সহজ ছিল না। ধনুশের পিতামাতা এখনও বিভ্রান্ত তার নাম নিয়ে, তবে আমরা জানি তার প্রকৃত নামটি কী। -
বলিউডের প্রকৃত 'হি-ম্যান' ধর্মেন্দ্রের প্রকৃত নাম ধরম সিং দেওল।
গোবিন্দা নামটা শুধু গোবিন্দ অরুণ অহুজার ছোট সংস্করণ। ট্র্যাজেডি চলচ্চিত্রের মানুষ, গুরু দত্ত আইকন। তবে কীভাবে তিনি তার প্রকৃত নাম ব্যবহার করতেন – ভাসান্থ কুমার শিবশঙ্কর পাডুকোন? নক নক ! দীপিকা পাডুকোনের সঙ্গে কোন সম্পর্ক নেই কিন্তু। জন্মের সময় তার নাম ছিল ফরহান আব্রাহাম। তাঁর পিতা তাকে ডাকত জন বলে। তিনি সিনেমায় আত্মপ্রকাশকালে নাম রাখলেন জন আব্রাহাম। কমেডি মাস্টার, জনি লিভার বাস্তবে হলেন জন প্রকাশ রাও জানুমালা। ক্যাটরিনা টারকয়োট বলিউডে এসেছেন লন্ডন থেকে এবং আয়েশা শ্রফের (জ্যাকি শ্রফের স্ত্রী) পরামর্শে তার পদবি কাইফে বদলে ভারতীয় শ্রোতার জন্য । বলিউডের সবচেয়ে সুন্দরী অভিনেত্রী যিনি নিজের ভারী নাম মধুবালাই ব্যবহার করতেন। -
মিঠুন চক্রবর্তী তার প্রকৃত নাম নয়! তার আসল নাম গৌরাঙ্গ চক্রবর্তী।
তামিল চলচ্চিত্রের লেডি সুপারস্টার, নয়নতারার প্রকৃত নাম ডায়ানা মরিয়ম কুরিয়ান। বাহুবলী তারকা প্রভাস তাঁর প্রকৃত নাম ব্যবহার করেন না। ব্যবহার করেন নামের ছোট্ট একটা অংশ। – ভেঙ্কট সত্যনারায়ণ প্রভাস রাজু উপ্পালাপতি। ভাগ্যিস! অনেক ধন্যবাদ প্রভাস। আমরা সবাই জানি, তামিল সিনেমার থালাইভা মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন। রজনীকান্তের প্রকৃত নাম শিবাজী রাও গায়কওয়াড়। -
রেখার থেকে 'ভানুরেখা গণেশন' কি জন্য ভাল নাম?
সলমন খান কিন্তু তাঁর প্রকৃত নামের সংক্ষিপ্ত সংস্করণ ব্যবহার করেন। ভাইজানের আসল নাম 'আব্দুল রশিদ সলিম সলমন খান'। জ্যোতিষির কথায় সিনেমায় নিজের ভাগ্য ভালো করতে চেয়ে নিজের নাম আশ্বিনী শেট্টি থেকে শিলপা শেট্টি করেছিলেন অভিনেত্রী। দ্য ডার্টি পিকচার তার জীবনের ওপর তৈরি ছবি হলেও, সিল্ক স্মিতার নাম বিজয়ালক্ষ্মী বাড্লাপাতি। অভিনেত্রী শ্রীদেবীর প্রকৃত নাম ছিল শ্রী আম্মা ইয়াঙ্গার আয়াপ্পন। -
করনজিৎ কৌর বোহরা তার কাজের প্রোফাইল অনুসারে তার নাম পরিবর্তন করে রাখেন।
-
তামিল সিনেমার হার্টথ্রব সারাভানন শিবকুমার পরিচিত সূর্য নামে।
-
তাব্বু তাবাস্সুম হাসিম খান নাম ব্যবহার করলেও দর্শক খুশি হতেন।
লাইক ফাদার লাইক সন… জয় কিষাণ কাকুভাই থেকে জ্যাকি শ্রফ। তেমনই ছেলে জয় হেমন্ত শ্রফ ছেড়ে সিনেমায় এলেন টাইগার শ্রফ নামে। -
