New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/05/satyajit-ray-759.jpg)
সারা জীবনের কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন অস্কার, পেয়েছেন ৩২টি জাতীয় পুরস্কারও। কিন্তু তৎসত্ত্বেও সমালোচনা পিছু ছাড়েনি। ফোটো: এক্সপ্রেস আর্কাইভ
''খোকা বর্ন লাস্ট নাইট। অল ইজ ওয়েল।'' শোনা যায়, ১৯২১ সালের ৩ মে এমনই একটি টেলিগ্রাম পাঠানো হয়েছিল দ্বারভাঙায়। প্রেরক ছিলেন সুকুমার রায়। আর বিশ্ব সেদিন পেয়েছিল কিংবদন্তিকে। ফোটো: এক্সপ্রেস আর্কাইভ তিনিই তো বিভূতিভূষণের অপুকে পর্দায় তুলে এনে তাকে বিশ্বের মাঝে ছড়িয়ে দিয়েছিলেন, একবার নয়, তিন তিন বার। 'মানিক দা' নামে তাঁকে ডাকতেন কাছের মানুষেরা। ফোটো: এক্সপ্রেস আর্কাইভ সত্যজিৎ রায়ের অপুর ট্রিলজি থেকে দেবী, অরণ্যের দিনরাত্রি, সীমাবদ্ধ, নায়কের মতো ছবিতে কাজ করেছেন শর্মিলা ঠাকুর। ছবিতে সিনেমার ফ্লোরে সত্যজিৎ-শর্মিলা। ফোটো: এক্সপ্রেস আর্কাইভ সিনেমাই শুধু নয়, সত্যজিৎ সাহিত্যজগতেও তাঁর ছাপ রেখেছেন অনাবিল। ফোটো: এক্সপ্রেস আর্কাইভ প্রফেসর শঙ্কু ও ফেলুদা, এই দুই চরিত্রের জন্য বাঙালি হৃদয়ে তিনি স্মরণীয় হয়ে থাকবেন চিরকাল। ফোটো: এক্সপ্রেস আর্কাইভ অভিনেতা দিলীপ কুমারের সঙ্গে সত্যজিৎ রায়ের ছিল সখ্য়তার সম্পর্ক। হিন্দী ছবির এই বিখ্যাত অভিনেতাকে পরিচালক 'আলটিমেট মেথড অ্যাক্টর' বলতেন। ফোটো: এক্সপ্রেস আর্কাইভ সিনেমার জন্য সবকিছুকে তুচ্ছ করে এগিয়ে গিয়েছেন বারবার। বাঙালি যে সিনেমায় আলোড়ন তৈরি করেছে সত্যজিতের কারণে তা জেনেছিল সম্পূর্ণ গ্রহ। ফোটো: এক্সপ্রেস আর্কাইভ তবুও অর্থাভাবে সত্যজিৎ রায়ের প্রথম সিনেমা 'পথের পাঁচালী'র শ্যুটিং বন্ধ হয়ে গিয়েছিল। অবশেষে রাজ্যসরকারের সহায়তায় ছবিটি সম্পূর্ণ হয়। এ ছবির সঙ্গীত পরিচালক ছিলেন বিখ্যাত সেতার বাদক পন্ডিত রবি শঙ্কর। ফোটো: এক্সপ্রেস আর্কাইভ সত্যজিৎ রায়ের সঙ্গে বহু বিখ্যাত বিদেশী পরিচালকদেরও ছিল বন্ধুত্বের সম্পর্ক। ছবিতে সত্যজিৎ রায়ের সঙ্গে জাপানি চিত্রপরিচালক কাওয়াকিতা। ফোটো: এক্সপ্রেস আর্কাইভ অভিসারিকা ছবির সেটে পরিচালক কমল মজুমদার ও অভিনেতা অরুণ মুখোপাধ্যায়ের সঙ্গে সত্যজিৎ রায়। ফোটো: এক্সপ্রেস আর্কাইভ ৩১.৮.১৯৬২ ছবিতে কিশোর কুমারের সঙ্গে সত্যজিৎ রায়। ফোটো: এক্সপ্রেস আর্কাইভ সত্যজিৎ রায় এবং শ্যামল মিত্রর সঙ্গে বঙ্গবন্ধু মুজিবুর রহমান। ফোটো: এক্সপ্রেস আর্কাইভ সত্যজিতেরই সমসাময়িক আরও এক কিংবদন্তী পরিচালক মৃণাল সেন। ফোটো: এক্সপ্রেস আর্কাইভ সত্যজিৎ রায়ের বিরল প্রতিভার অনুরাগী ছিলেন দুই নারী এবং আজীবন তাঁর পাশে থেকেছেন– ইন্দিরা গান্ধী ও মারি সিটন। ফোটো: এক্সপ্রেস আর্কাইভ সারা জীবনের কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন অস্কার, পেয়েছেন ৩২টি জাতীয় পুরস্কারও। কিন্তু তৎসত্ত্বেও সমালোচনা পিছু ছাড়েনি। ফোটো: এক্সপ্রেস আর্কাইভ ‘পথের পাঁচালী’ যেমন ভূয়সী প্রশংসা পেয়েছিল, তেমনই সেই সময় এক শ্রেণির সমালোচক ছবিটি নিয়ে কিছু বিরূপ মন্তব্য় করেন। তার মধ্যে সবচেয়ে বেশি আলোড়ন ফেলেছিল এই কথাটি– ”সত্যজিৎ রায় বিদেশে ভারতের দারিদ্র্য়কে বিক্রি করছেন।” ফোটো: এক্সপ্রেস আর্কাইভ