সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর রিয়া চক্রবর্তী জেলের অভিজ্ঞতা 3
তিন বছর আগে আত্মহত্যা করেছিলেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত।রিয়া ছিলেন সুশান্তের বান্ধবী।সুশান্তের আত্মহত্যার পর অনেক গুরুতর অভিযোগ উঠেছিল রিয়ার বিরুদ্ধে।রিয়াকে তদন্তের মুখোমুখি হতে হয়েছে, জেলে থাকতে হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।রিয়া বলেন, এখন তিনি মাদক ও আত্মহত্যার কথা বলতে বলতে ক্লান্ত। কী ঘটবে, এখন সব ঠিক করবে সংস্থা। আইনের প্রতি আমার পূর্ণ আস্থা আছে। রিয়া বলেন, সঠিক সময় হলে বিচার বিভাগ তাঁর রায় দেবে।'ইন্ডিয়া টুডে কনক্লেভ ২০২৩'-এ রিয়া তাঁর জেলে থাকার অভিজ্ঞতা শেয়ার করেছেন।সেই সময়গুলো খুব কঠিন ছিল। কারাগারে থাকা সহজ নয়। জেলের জগৎটা অনেক আলাদা। - রিয়া চক্রবর্তীসেই সময়গুলো খুব কঠিন ছিল। কারাগারে থাকা সহজ নয়। জেলের জগৎটা অনেক আলাদা। - রিয়া চক্রবর্তীকিন্তু সেই নোংরা পৃথিবীতেও মানুষ সুখী। আমি জেলে নারীদের কাছ থেকে শিখেছি কিভাবে সুখী হতে হয়। - রিয়া চক্রবর্তীজেলে সিঙারা দেখে খুশি মহিলা কয়েদিরা - রিয়া চক্রবর্তীএকটি সিঙারা দেখার পর তাঁদের চোখে এক অন্যরকম ঝলকানি আসে- রিয়া চক্রবর্তীতাঁদের থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমরা বাহ্যিক জগতের অনেক কিছুর পিছনে ছুটছি এবং তাঁরা কেবল সিঙারা দেখেই সন্তুষ্ট। - রিয়া চক্রবর্তীরিয়া জানান, ওই নারীদের জন্য তিনি নাগিন নাচও পরিবেশন করেন।আমি তাঁদের সবাইকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি জামিন পেলে নাগিন নাচ করব। - রিয়া চক্রবর্তীকিন্তু আমি যখন জামিন পাই তখন আমার ভাই জেলে ছিল। - রিয়া চক্রবর্তীকিন্তু আমি সেই মহিলা বন্দিদের আঘাত করতে চাইনি, তাই আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করেছি এবং নাগিন নাচ পরিবেশন করেছি - রিয়া চক্রবর্তীআমি সেই মুহূর্ত ভুলতে পারি না। সব মহিলা আমার সাথে ঘুমিয়ে নাগিন নাচ করছিল। - রিয়া চক্রবর্তীছবি- রিয়া চক্রবর্তী ইনস্টাগ্রাম