/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/02/Ali-Fazal-and-Richa-Chadha.jpg)
সম্প্রতি রিচা চড্ডা ও আলি ফজল আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ের ঘোষণা করেছেন। এপ্রিলের শেষ সপ্তাহে রেজিস্ট্রি করছেন দু'জনে। অফিসিয়াল বার্তায় তাঁরা বলেছেন, ''এখন কেবলমাত্র রেজিস্ট্রির তারিখ ফাইনাল হয়েছে। এরপরেই সেলিব্রেশন শুরু। এটা আমাদের কাছে সুন্দর মুহুর্ত।'' সুতরাং তাদের চার হাত এক হওয়ার আগে দেখে নেওয়া যাক তাদের কিছু ফোটো।