বেলজিয়ামের রাস্তায় যেন এক গোলাপি পরী। ঋতাভরীর বিদেশ ভ্রমণে জড়িয়ে আছে প্রেম, খাওয়াদাওয়া আর অসংখ্য ছবি, কেমন ছুটি কাটালেন অভিনেত্রী?

সূর্যমুখী আর গোলাপ, ঠোঁটে আলত হাসি, অভিনেত্রী মজেছেন ফুলের দেশে।

একের পর এক চমক! ফ্লেয়ার পোশাকে তাক লাগাচ্ছেন বঙ্গ তনয়া

এবার একটু অন্যরকম লুক। পিঙ্ক নয় বরং লাল নীলে মজেছেন তিনি, গগলস- রেড লিপস্টিক, খোলা চুলে অনন্যা অভিনেত্রী

দ্যা কুইন উইথ হার স্মাইল – পোস্টকার্ড ফ্রম আমস্টারডাম বলছেন ঋতাভরী

ব্রাসেল প্লেসে মুহূর্ত ভাগ করে নিচ্ছেন অভিনেত্রী। ঠোঁটে হাসি লেগেই রয়েছে।

পলট! সবুজ পরিবেশে একঝলক ঘুরে দেখে নিলেন নায়িকা। বিদেশ সফরের মুহূর্তবন্দী।

বন্ধুর সঙ্গে খোশমেজাজে অভিনেত্রী। স্নেহচুম্বনে আদরমাখা মুহূর্ত বন্দী করলেন ক্যামেরায়

আইসক্রিম- ওয়াফেলস আর স্ট্র-বেরি। সফরনামায় ডেসার্ট না হলে চলে?