কলকাতার বুকে রকি আউর রানি... এক্সপ্রেস ফটো - শশী ঘোষআলিয়া রণবীর ধরা দিলেন ক্যমেরার সামনে... এক্সপ্রেস ফটো - শশী ঘোষরণবীরের পরনে সাদা কালো ফরমাল, আলিয়া সেজেছেন লাল গোলাপি শাড়িতে... এক্সপ্রেস ফটো - শশী ঘোষশহরে এসেই সারি সারি হলুদ ট্যাক্সির মাঝে দাঁড়িয়ে ছবি তুললেন তাঁরা... এক্সপ্রেস ফটো - শশী ঘোষতারপরেই জোড়ায় জানালেন নানা অভিজ্ঞতার কথা। বাঙালি কন্যার চরিত্রে অভিনয় করেছেন তিনি। এক্সপ্রেস ফটো - শশী ঘোষএই শহরে, নিজেদের নতুন ছবির শেষ গান রিলিজ করলেন তাঁরা। ধিন্ধরা রিলিজ করল কলকাতায়। এক্সপ্রেস ফটো - শশী ঘোষদুজনের সঙ্গে ছিলেন টোটা রায়চৌধুরী এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়। আলিয়ার মা এবং বাবার চরিত্রে অভিনয় করেছেন তাঁরা। এক্সপ্রেস ফটো - শশী ঘোষঝুমকা গানেও পোজ দিলেন দুজনে। টোটা জানালেন, এই গানে নেচেছেন সকলেই। ক্যমেরার পেছনে নিজেকে থামিয়ে রাখতে পারেন নি কেউই। এক্সপ্রেস ফটো - শশী ঘোষবাঙালি বনাম রন্ধাওয়া পরিবার, ফ্যামিলি ব্যাটেল নিয়েই ছবি বানিয়েছেন করণ জোহর। ২৫ বছরের বর্ষপূর্তিতে এই বিশেষ ছবি। এক্সপ্রেস ফটো - শশী ঘোষছবিতে খেলা হবে বলতেও শোনা গিয়েছে আলিয়াকে, সেই নিয়েও চূড়ান্ত শোরগোল। এক্সপ্রেস ফটো - শশী ঘোষ