আলিয়া ভাটের শাড়ি নিয়ে আলোচনা (ছবি: লোকসত্তা গ্রাফিক্স টিম)
করণ জোহর পরিচালিত আসন্ন সিনেমা 'রকি অর রানি কি প্রেম কাহানি' নিয়ে বর্তমানে বেশ আলোচনা হচ্ছে।ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন রণবীর সিং ও আলিয়া ভাট।সম্প্রতি এই ছবির টিজার লঞ্চ হয়েছে।১ মিনিট ১৯ সেকেন্ডের এই টিজারে আলিয়া ভাটের লুক সবার নজর কেড়েছে।পুরো টিজারে আলিয়াকে স্বাভাবিকের চেয়ে ভিন্ন লুকে দেখা গেছে।টিজারে ছবিতে সুন্দর শাড়ি পরেছেন আলিয়া।প্রতিটি শাড়িতে আলিয়াকে জলপরী এর মত সুন্দর লাগছে।লাল, হলুদ, কালো, নীলের মতো বহু রঙের শাড়ি পরেছেন আলিয়া।শাড়ি পরা আলিয়ার ছবি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।ছবিতে রানি চ্যাটার্জির চরিত্রে অভিনয় করবেন এই অভিনেত্রী।'রকি অর রানি কি প্রেম কাহানি' উপলক্ষে, করণ জোহর ৭ বছর পর পরিচালকের দায়িত্ব নিয়েছেন।ছবিটি ২৮ জুলাই পর্দায় হিট হবে।