-
অনাথ, অসহায় শিশুদের নিয়ে জন্মদিন পালন করলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ।
-
নুনের ভেড়ি অঞ্চলে ইউনিভার্সাল স্মাইল নামে এক অনাথ আশ্রমে পিকনিক করলেন। গান-বাজনা, আড্ডা, খাওয়া-দাওয়া বেশ জমল।
-
রুদ্রনীল ঘোষ বললেন, “আজ জন্মদিনটা খুব ভাল কাটলো “ইউনিভার্সাল স্মাইলের” বাচ্চাদের সাথে ! ওদের বাবা মা নেই ! কিন্তু আমরা সবাই তো আছি!”
-
রুদ্রনীল বললেন, “ওদের খুশিটুকুই আমার জন্মদিনের সেরা উপহার !
ঈশ্বরের কাছে প্রার্থনা করি , ওরা যেন খুব ভালো থাকে , নিজের পায়ে দাঁড়ায় সম্মানের সাথে!” -
পাশাপাশি যারা যারা কাল রাত থেকে কিংবা সোশ্যাল মিডিয়া ফোন-মেসেজে রুদ্রনীলকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাঁদেরকেও আন্তরিক ধন্যবাদ জানান অভিনেতা।
-
পিকনিক মুডে কেক কাটা হল। নতুন জামা কাপড় বিলি করলেন রুদ্রনীল।
-
জীবনের পঞ্চাশটা বসন্ত পার করে ফেললেন রুদ্রনীল। এবছর পা দিলেন পঞ্চাশে।
অনাথ শিশুদের সঙ্গে জন্মদিন পালন রুদ্রনীলের, গান-আড্ডায় জমল পিকনিক
মা-বাবা ছাড়া ওদেরকেই জন্মদিনে আপন করে নিলেন রুদ্রনীল ঘোষ।
Web Title: Rudranil ghosh celebrates his birthday with orphanage