-
সোমবার ৩১-এ পা রাখলেন টলিপাড়ার সুন্দরী অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের শুভেচ্ছা বার্তার বন্যা।
-
১৩ বছর বয়স থেকে মডেলিং কেরিয়ারের সূত্রপাত। দেশি-বিদেশী বহু খ্যাতনামা ফ্যাশন ডিজাইনারের শোয়ে ব়্যাম্প মাতিয়েছেন তিনি।
-
আর আজ টলিউডের অন্যতম সুপারস্টার। কিন্তু এই রুক্মিণীই কতটা দস্যি, সেটা কি জানেন তাঁর অনুরাগীরা?
-
একদিন রুক্মিণীকে নাকি কামড়াতে এসেছিল কুকুর। কিন্তু ছেড়ে কথা বলেননি তিনি। পাল্টা সেই কুকুরকেই কামড়ে দেন অভিনেত্রী।
-
নিজেমুখেই একথা শিকার করেছেন শাশ্বত চট্টোপাধ্যায় সঞ্চালিত চ্যাট শো ‘অপুর সংসার’-এ। সেখানে জুটিতে হাজির হয়েছিলেন দেব-রুক্মিণী।
-
শাশ্বতর সঙ্গে আড্ডার মাঝেই অভিনেত্রী ফাঁস করেন যে, একবার তিনি একটি কুকুরকে কামড়ে দিয়েছিলেন। আর তাঁর মুখ থেকে সেকথা কেড়ে নিয়ে দেব রসিকতা করেই বলেন- ‘আর তারপর কুকুরটা মারা গিয়েছিল।’ বাস্তবে যদিও সারমেয়র সেই পরিণতি হয়নি!
-
রুক্মিণী মৈত্রর জন্মদিন উপলক্ষে দেবও ‘আদুরে-বাসা’ জানিয়েছেন বিশেষ বান্ধবীকে (Dev Wishes Rukmini Maitra)। সাদাকালো ছবি শেয়ার করে অভিনেতার মন্তব্য, ‘তোমার খুশিতেই আমার খুশি।’
