
প্রয়াত অভিনেত্রী-সঙ্গীতশিল্পী রুমা গুহ ঠাকুরতা। কালজয়ী শিল্পী কিশোর কুমারের প্রথম স্ত্রী ছিলেন রুমা গুহ ঠাকুরতা। পরে বিয়ে করেন অরূপ গুহ ঠাকুরতাকে।

কিশোর কুমার ও ছেলে অমিত কুমারের সঙ্গে রুমা গুহ ঠাকুরতা।

ছবির শুটিং চলাকালীন রুমা গুহ ঠাকুরতা।

‘বালিকা বধূ’, ‘অভিযান’, ‘গণশত্রু’, ‘দাদার কীর্তি’, ‘৩৬ চৌরঙ্গী লেন’, ‘হংসমিথুন’-এর মতো ছবিতে দেখা গিয়েছে এই শিল্পীকে।

সোমবার বিকেলে রাষ্ট্রীয় মর্যাদার শেষকৃত্য সম্পন্ন হবে বলেই ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

কলকাতা ইয়ুথ কয়্যারের ‘ভারতবর্ষ সূর্যের এক নাম’, ‘শিকল ভাঙার গান’, ‘বিস্তীর্ণ দুপারে’, ‘চেতনার গান’ বাঙালিকে আজীবন মনে করাবে রুমা গুহ ঠাকুরতার কথা।

তপন সিংহ, তরুণ মজুমদার, সত্যজিৎ রায়ের মতো পরিচালকদের সঙ্গে কাজ করেছেন তিনি।