-
২২ গজের উদযাপন,মিতালি রাজের বায়োপিক ‘সাব্বাস মিঠুর’ প্রচারে শহর কলকাতায় সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে মিতালি রাজ এবং তাপসী পান্নু।
-
মিতালির জুতোয় পা গলিয়েছেন তাপসী। উইমেন ইন ব্লু-এর লড়াই নিজের শ্রেষ্ঠ দিয়ে পর্দায় ফুটিয়ে তুলেছে সে।দুজনকেই দেখা গেল বেশ খোশ মেজাজে।
-
ইডেনের মাঠে একসঙ্গে সিনেমার তিন ব্যক্তিত্ব।কাঁধে ব্যাট নিয়ে মিতালি। বল নিয়ে ব্যস্ত তাপসী এবং সৃজিত। ক্রিকেটের শহরে সবুজ চাদরে তাক লাগাচ্ছেন তারকারা।
-
পরিচালক সৃজিতের সঙ্গেও হাসি ঠাট্টায় মাতলেন তাপসী-মিতালি। সৃজিত বললেন,ক্রিকেট আমার ভালবাসা। আর নিজের হোম গ্রাউন্ড থেকে খেলা শুরু করছি,সিনেমার প্রমোশন করছি-এর থেকে ভাল আর কিছুই হতে পারে না।
-
ইডেনের বুকে অনেকবার ছক্কা হাকিয়েছেন মিতালি। তবে ছবির প্রোমোশনে এসে অন্যরকম অনুভূত হচ্ছে তার। বললেন,ইডেন গার্ডেনে আমার খেলার অভিজ্ঞতা খুব ভাল। এই প্লে গ্রাউন্ডের সঙ্গে অনেক স্মৃতি। এত সুন্দর পরিবেশ আর কোনও মাঠে নেই। আজ সিনেমার জন্য এখানে আসতে পেরে খুব খুশী।
-
অন্যদিকে মিতালি চরিত্রে তাপসী নিজেও আবেগতাড়িত শহরে বিশেষ করে ইডেনের মাঠে দাঁড়িয়ে। অভিনেত্রীর বক্তব্য,আমি এই মাঠে অনেক খেলা দেখেছি,গলা ফাটিয়েছি। তবে সিনেমার প্রোমোশনে এখানে দাঁড়িয়ে থাকব এটা আশাও করিনি। এর ইতিহাস বলুন,কিংবা খেলার জগতে ইডেনের অবদান-সত্যিই গর্ব হচ্ছে।
