/indian-express-bangla/media/media_files/2025/01/17/QdaIezcvIZGgPAfJOqxa.jpg)
Bollywood Stars Attacked: সইফ আলি খানের আগে এই বলিউড তারকারাও প্রাণঘাতী হামলার শিকার হন
/indian-express-bangla/media/media_files/2025/01/17/tzo5aOKa93l0coMXyeMg.jpg)
১৬ জানুয়ারি, ২০২৫ বলিউডের নবাব সইফ আলি খানের জন্য বিভীষিকাময় রাত ছিল। গভীর রাতে এক দুষ্কৃতী তাঁর বাড়িতে ঢুকে সইফ আলি খানের ওপর ছুরি দিয়ে একের পর এক হামলা চালায়। এই হামলায় সইফ গুরুতর আহত হন। যদিও তাঁর অবস্থা এখন ভাল আছে এবং তিনি চিকিৎসাধীন আছেন, তবে বলিউড তারকা এই ধরনের মারাত্মক হামলার মুখোমুখি হয়েছেন এটাই প্রথম নয়। এর আগেও অনেক বলিউড তারকা এ ধরনের হামলার শিকার হয়েছেন। আসুন জেনে নিই এমনই কিছু তারকার কথা যারা প্রাণঘাতী হামলার সম্মুখীন হয়েছেন।
/indian-express-bangla/media/media_files/2024/10/16/zjFSnVQPf2dsqqaRhr2Y.jpg)
সলমন খান
বলিউডের ভাইজান সলমন খানকে গত কয়েক বছর ধরে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। উল্লেখ্য, লরেন্স বিষ্ণোই গ্যাং সলমনকে টার্গেট করার হুমকি দিয়েছিল। ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকার মামলার কারণে সলমনকে আইনি ঝামেলাও পোহাতে হয়েছিল। ২০১৮ সালে, লরেন্স বিষ্ণোই প্রথমবার সলমনকে খুনের হুমকি দিয়েছিলেন। কয়েক মাস আগেও তাঁর বাড়িতে গুলি চালানো হয়। এসব হুমকির পর সলমনের নিরাপত্তা বাড়ানো হয়েছে।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/12/raveena-news-759.jpg)
রবিনা ট্যান্ডন
কয়েক মাস আগে, রবিনা ট্যান্ডনের সঙ্গে পদপিষ্টের মতো একটি ঘটনা প্রকাশ্যে আসে। দুই মহিলা চালকের বিরুদ্ধে গাড়ি চালানোর সময় তাঁদের ধাক্কা দেওয়ার অভিযোগ করেছেন। রবিনা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও মহিলারা ক্ষিপ্ত হয়ে বিল্ডিংয়ে ঢুকে রবিনাকে নিয়ে চিৎকার করতে থাকে। রবিনা তাঁকে শান্ত করার চেষ্টা করেছিলেন কিন্তু তিনি তা করতে পারেননি। পরে পুলিশ এসে বিষয়টি সামাল দেয়।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/10/lead-69.jpg)
সঞ্জয় লীলা বনসালি
২০১৮ সালে, সঞ্জয় লীলা বনসালি তাঁর ছবি 'পদ্মাবতে'র শুটিং চলাকালীন আক্রমণের শিকার হন। কর্ণি সেনা সদস্যরা সেটে ঢুকে শুধু শুটিংই ব্যাহত করেননি, বনসালিকেও হেনস্থা করেন। এ ঘটনার পর চলচ্চিত্র জগতে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/09/hrithik.jpg)
রাকেশ রোশন
২০০০ সালে, রাকেশ রোশন আন্ডারওয়ার্ল্ডের ডনদের হাতে আক্রান্ত হয়েছিলেন। 'কহো না পেয়ার হ্যায়'-এর সাফল্যের পর আন্ডারওয়ার্ল্ডের মাফিয়ারা চেয়েছিল হৃতিক রোশন তাঁদের ছবিতে কাজ করুক। কিন্তু, রাকেশ প্রত্যাখ্যান করলে মুম্বইয়ে তাঁর অফিসের বাইরে তাঁকে দুবার গুলি করা হয়। রাকেশ রোশন গুলিবিদ্ধ হলেও চিকিৎসার পর তাঁর জীবন রক্ষা পায়।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/07/Untitled-design-2021-07-01T152202.873.jpg)
গুলশন কুমার
১৯৯৭ সালে টি-সিরিজের প্রতিষ্ঠাতা গুলশন কুমারকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনা স্তম্ভিত করে গোটা বলিউডকে। মুম্বইয়ের আন্ধেরি এলাকায় একটি মন্দিরের কাছে গুলশন কুমারের ওপর হামলা চালায় তিনজন। গুলশন কুমার আন্ডারওয়ার্ল্ডকে তোলাবাজির টাকা দিতে অস্বীকার করেছিলেন বলেই তাঁকে খুন করা হয়েছে বলে জানা গেছে।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/08/sanjay-dutt-759.jpg)
সঞ্জয় দত্ত
১৯৯৩ সালের মুম্বই দাঙ্গার সময়, সঞ্জয় দত্ত মারাত্মক আক্রমণের শিকার হন। তবে অল্পের জন্য তিনি পালিয়ে যান। এর পরও তিনি বারবার হুমকি পেতে থাকেন। বলা হয়েছিল যে আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে সঞ্জয় দত্তের যোগাযোগ ছিল, যার কারণে তিনি প্রায়শই বিতর্কে থাকতেন।