-
কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় সলমনকে ৫ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে যোধপুর আদালত। একইসঙ্গে নায়ককে ১০ হাজার টাকার জরিমানার নির্দেশ দিয়েছে আদালত। রায় ঘোষণার পরই রাস্তায় বাজি পুড়িয়ে উৎসবে মেতেছেন বিষ্ণোই সম্প্রদায়ের মানুষরা।
আদালতের রায় বেরোনোর পরই সল্লুভাইয়ের জামিনের তোড়জোড় শুরু করেন তাঁর আইনজীবী। দায়রা আদালতে আগামিকাল সকাল সাড়ে ১০টায় নায়কের জামিনের আবেদন শুনবে আদালত। -
বহু বছর ধরে গাছ, বন্যপ্রাণী সংরক্ষণে বিশেষ ভূমিকা পালন করে আসছে রাজস্থানের বিষ্ণোই সম্প্রদায়। গাছ, জঙ্গল, বন্যপ্রাণী সংরক্ষণই এই সম্প্রদায়ের মানুযের জীবনের মূলমন্ত্র।
-
যেখানে বিষ্ণোই সম্প্রদায়ের বাস, সেখানে স্বচ্ছন্দে ঘুরে বেড়ায় কৃষ্ণসার হরিণ, ডোরাকাটা হরিণ, নীল গাই । এমনকি, এরা ফসলের ক্ষতি করলেও মুখে টুঁ শব্দটি করেন না এই সম্প্রদায়ের মানুষ।
-
বিষ্ণোই সম্প্রদায়ের ধর্মীয় নেতা হলেন গুরু জাম্ভেশ্বর। ২৯টি রীতির উপর ভিত্তি করে তৈরি এঁদের ধর্ম।
-
সলমন খান সাজাপ্রাপ্ত হলেও, কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় বেকসুর খালাস পেয়েছেন তব্বু, সোনালি বেন্দ্রে, নীলম, সইফ আলি খান।
