New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/12/SALLU-LEAD-1.jpg)
শুক্রবার সলমন খানের জন্মদিন। এদিন রইল তাঁর কিছু বিরল ছবি। অলংকরণ- অভিজিৎ বিশ্বাস
শুক্রবার ৫৪ বছরে পা দিল সমন খান। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি দাবাং থ্রি। ভাইজারের জন্মদিনে ঘুরে দেখা তাঁর ফেলে আসা মূহুর্তদের। তিন দশকের লম্বা কেরিয়ারের সলমনের কিছু বিরল ছবি। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ জনপ্রিয় সেলিম-জাভেদ জুটিকে মনে রয়েছে নিশ্চয়ই। লেখক সেলিম খানে ছেলে সলমন খান। অভিনেতা আরবাজ ও সোহেন খান তাঁর দুই ভাই। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ রেখার ছবি 'বিবি হো তো অ্যায়সি'-ছবিতে ডেবিউ করেন সলমন খান। সুরজ বরজাতিয়ার 'ম্যায়নে প্যার কিয়া' (১৯৮৯) ছবিতে প্রথম নায়ক হিসাবে আত্মপ্রকাশ ভাইজানের। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ নব্বই দশকের প্রথম দিকে সলমনের ছবির প্রায় সমস্ত চরিত্রের নামই ছিল প্রেম। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ বর্তমানে তিনি অ্যাকশন স্টার হলেও বরাবর তাঁর পরিচয় এটা ছিল না। প্রথমদিকে রোমান্টিক হিরো হিসাবে দর্শক দেখেছে তাঁকে। হাম আপকে হ্যায় কৌন এবং সাজন- সেই সমস্ত কালজয়ী ছবি। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ আমির খান ও শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন সলমন। প্রত্যেকে তখন বলিউডে নিজের নাম তৈরি করছেন। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ নিজের কমিক টাইমিংয়ের জন্য আজ বহুল পরিচিত সলমন, কিন্তু কেরিয়ারের প্রথমদিকে আন্দাজ আপনা আপনা-র মতো কমেডি ছবি বক্সঅফিসে সেভাবে চলেনি। পরবর্তিতে কাল্ট ছবি হিসাবে পরিচিত হয়। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ ডেভিড ধাওয়ানের সঙ্গে আটটি ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন সলমন। জুড়ুয়া, দুলহন হাম লে জায়েঙ্গে, বিবি নম্বর ওয়ান, মুঝসে শাদি করোগি-র মতো বিখ্যাত ছবি করেছেন এই জুটি। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ সলমন খানের পরবর্তী ছবি রাধে। সতীশ কৌশিকের 'তেরে নাম'- ছবিতেও সলমনের নাম ছিল রাধে। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ প্রভুদেবার 'ওয়ান্টেট' ছবিই সলমনের কেরিয়ারের ঘুরে দাঁড়ানোর মূহুর্ত। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ তখন থেকে রেডি, বডিগার্ড, কিক, টাইগার সিরিজ এবং দাবাং সিরিজের মতো বেশ কিছু বিনোদন মূলক ছবিতেও কাজ করে চলেছেন সলমন খান। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ কেরিয়ারের মধ্যগগনে থাকার সময়ে আইনি বিতর্কে নাজেহাল হতে হয়েছে তাঁকে। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ কৃষ্ণসার হরিণ হত্যা মামলা চলছিল সলমন খানের উপর। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ সলমনের ফ্যান বেস হিংসে করার মতন। আর এই দর্শকের কারণেই খুব অল্পদিনে ১০০ কোটির ব্যবসায় পৌঁছে যায় সলমনের ছবি। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ ফ্যানেরা সলমনের ছবির প্রশংসা করলেও, সমালোচকদের মতে সলমনের ছবি হিরোইজমের আচ্ছন্ন। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ ফ্যানেরা সলমনের ছবির প্রশংসা করলেও, সমালোচকদের মতে সলমনের ছবি হিরোইজমের আচ্ছন্ন। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ টেলিভিশন ইন্ডাস্ট্রিতেও বেশ যাতায়াত রয়েছে ভাইজানের। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ বিগ বস প্রায় ১০ বছর সঞ্চালনা করছেন সলমন। যদিও একটি সিজনে তাঁর সহ-কর্মী ছিলেন সঞ্জয় দত্ত। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ ২০১১ সালে সলমন খান ছবির প্রযোজনায় এসেছেন এবং দশটি ছবি সাফল্যের সঙ্গে প্রযোজনা করেছেন। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ বিইং ইউম্যান নামে একটি চ্যারিটি ফাউন্ডেশন চালান সলমন। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ