ইদ উপলক্ষে আজ, শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সলমন খান অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি 'কিসি কা ভাই কিসি কি জান'। ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা রয়েছে, এমন পরিস্থিতিতে ছবিটির বাম্পার উদ্বোধন আশা করা হচ্ছে। (সূত্র: সলমন খান/ফেসবুক)যেভাবে ছবিটির বাম্পার অগ্রিম বুকিং হয়েছে তাতে মনে হচ্ছে সলমন খান তাঁর অতীত ইতিহাসের পুনরাবৃত্তি করতে পারেন। ইদ উপলক্ষে তাঁর মুক্তিপ্রাপ্ত অনেক ছবিই বাম্পার আয় করেছে। (সূত্র: সলমন খান/ফেসবুক)পবিত্র রমজান মাসে সলমন খানের ভক্তরা ইতিমধ্যেই এবারের ইদ পেয়েছেন। কিন্তু এ বছর ভাইজানের ইদ পার্টি নিয়ে কোনও খবর আসছে না। (সূত্র: সলমন খান/ফেসবুক)বলে রাখা ভাল, ভাইজানের ইদ পার্টি ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় পার্টি। পার্টির পর তিন-চার দিন ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল থাকে এবং একই সঙ্গে আলোচনার বিষয় হয়। ইন্ডাস্ট্রির বড় বড় তারকারা তাঁর পার্টিতে যোগ দেন। (সূত্র: সোশ্যাল মিডিয়া)পার্টিতে খাওয়া-দাওয়া থেকে শুরু করে গান গাওয়া পর্যন্ত সবারই রয়েছে জমকালো আয়োজন। প্রতি বছর সলমন নিজের বাড়িতে জমকালো ইদ পার্টি দিলেও গত বছর ইদ পার্টির দায়িত্ব নিয়েছিলেন তাঁর বোন অর্পিতা খান। (সূত্র: সলমন খান/ফেসবুক)একইসঙ্গে ভাইজানের এবারের ইদ পার্টি নিয়ে কোনও খবর সামনে আসেনি। এবার হয়তো ইদের পার্টি হবে না, সলমন খান যেভাবে প্রতিনিয়ত হুমকি পাচ্ছেন তাতে যে কোনও ঘটনা ঘটতে পারে। (সূত্র: সলমন খান/ফেসবুক)আপনাদের জানিয়ে রাখি, ইদের দিন নিজের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে সলমন তাঁর ভক্তদের সঙ্গে দেখা করেন। তবে এ বছর সলমন খানের নিরাপত্তার কথা মাথায় রেখে তাঁর বাড়ির বাইরে ভক্তদের ভিড়ও ঠেকানো যেতে পারে। (সূত্র: সলমন খান/ফেসবুক)কিন্তু চার বছর পর বড় পর্দায় ফিরে সলমন খান তাঁর ভক্তদের হতাশ হওয়া থেকে বাঁচিয়েছেন। 'কিসি কা ভাই কিসি কি জান' ছবিতে অসাধারণ অ্যাকশন করতে দেখা যাবে তাঁকে। ফরহাদ সামজি পরিচালিত এই ছবিতে পূজা হেগড়ে, পলক তিওয়ারি, শেহনাজ গিল, সিদ্ধার্থ নিগম, রাঘব জুয়াল, জগপতি বাবু, জাসি গিল-এর মতো তারকাদেরও দেখা যাবে। (সূত্র: সলমন খান/ফেসবুক) (আরও পড়ুন: ব্রেসলেটের পরে, এই রোলেক্স ঘড়িটি সলমান খানের লাকি চার্ম, জেনে নিন কত দাম )