New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/02/Raja-Ravi-Varma-759.jpg)
প্রবাদপ্রতিম চিত্রকর রাজা রবি বর্মার আঁকা তৈলচিত্রকে নতুন রূপে প্রকাশ্যে আনলেন দক্ষিণী নায়িকারা। নেপথ্য নায়ক ফোটোগ্রাফার জি ভেঙ্কট রাম। ২০২০-র ক্যালেন্ডারের জন্য এই নয়া উদ্যোগ।
সামান্থা আক্কিনেনি ফোটোগ্রাফার জি ভেঙ্কট রামের মডেল হয়ে তৈরি করলেন রাজা রবি বর্মার আঁকা ছবির ফোটো। ২০২০-র ক্যালেন্ডারের জন্য ১৯ শতকের চিত্রকলাকে নতুন রূপ দিলেন। ফোটো- সামান্থা আক্কিনেনির ইনস্টাগ্রাম অভিনেত্রী নিজের ছবির পাশাপাশি পোস্ট করেছেন তৈলচিত্রটিও এবং লিখেছেন, ''আপনার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবসময়ই ভাল জি ভেঙ্কট রাম। রবি বর্মার ছবির পুর্নচিত্রায়ন-নাম। এই প্রজেক্টের অংশ হতে পেরে গর্বিত।'' ফোটো- সামান্থা আক্কিনেনির ইনস্টাগ্রাম শ্রুতি হাসানও এই ক্যালেন্ডার শুটের অংশ। ফোটো- শ্রুতি হাসানের ইনস্টাগ্রাম ঐশ্বর্য রাজেশ তাঁর ছবি শেয়ার করে লিখেছেন, ''জি ভেঙ্কট রাম, আপনার সঙ্গে কাজের অভিজ্ঞতা ভীষণ সুন্দর এবং সুহাষিনীকে ধন্যবাদ এই লুকে সাজিয়ে দেওয়ার জন্য।'' ফোটো- ঐশ্বর্য রাজেশের ইনস্টাগ্রাম দুটো লুকে দেখা গেল শ্রুতিকে। তিনি লিখেছেন, ''এই ফোটোশুটের অভিজ্ঞতা অনবদ্য এবং গর্বিত এর অংশ হয়ে। ধন্যবাদ।'' ফোটো- শ্রুতি হাসানের ইনস্টাগ্রাম রাম্যা কৃষ্ণণ, আরও এক দক্ষিণী তারকা যিনি কাজ করেছেন রবি বর্মাকে নিয়ে এই প্রজেক্টে। ''রবি বর্মার কাজ রিক্রিয়েট করার সুযোগ পেলাম... আপ্লুত'', বললেন শিবগামী দেবী। ফোটো- রাম্যা কৃষ্ণণের ইনস্টাগ্রাম লক্ষ্মী মাঞ্চুর এই ছবি আগেই শেয়ার করেছিলেন জি ভেঙ্কট রাম। ফোটো- জি ভেঙ্কট রামের ইনস্টাগ্রাম ২০২০-র ক্যালেন্ডার 'নাম'-এর ছবিতে পোজ দিলেন খুশবু সুন্দর। ফোটো- জি ভেঙ্কট রামের ইনস্টাগ্রাম লিসি লক্ষ্মী-ও রয়েছেন ক্যালেন্ডারের এই প্রজেক্টে। ফোটো- জি ভেঙ্কট রামের ইনস্টাগ্রাম অভিনেত্রী নাদিয়া-কেও দেখা গেল রবি বর্মার তৈলচিত্রের মতো পোজ দিতে। ফোটো- জি ভেঙ্কট রামের ইনস্টাগ্রাম প্রিয়দর্শিনী গোবিন্দ- আরও এক দক্ষিণী তারকা যিনি ফোটোগ্রাফার জি ভেঙ্কট রামের জন্য কাজ করলেন। চামুণ্ডেশ্বরীকেও দেখা গেল রবি বর্মার সৃষ্টির সাজে।