-
ওটিটি প্ল্যাটফর্ম থেকে সিনেপর্দা, ‘ফেলুদা’র ছড়াছড়ি। এযাবৎকাল এই চরিত্রে ধরা দিয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, আবীর চট্টোপাধ্যায় থেকে টোটা রায়চৌধুরি, একাধিক ফেলুদা-মুখ দেখেছেন দর্শকেরা। তবে এবার সন্দীপ রায়ের হাত ধরে টলিপাড়ায় ফের নতুন ফেলুদার আত্মপ্রকাশ। তিনি ইন্দ্রনীল সেনগুপ্ত (এক্সপ্রেস ফটো- শশী ঘোষ)
-
ফেলুদা মানেই বাঙালির নস্ট্যালজিয়া। এযাবৎকাল একাধিক ফেলুদা-মুখ দেখা গিয়ে পর্দায়। অতঃপর সেই চরিত্রে অভিনয় করাটা যে খানিক চ্যালেঞ্জিং, তা বলাই বাহুল্য। কারণ, দর্শকরা এখানে তুলনা টানবেনই। কিন্তু নতুন ফেলুদা, থুড়ি ইন্দ্রনীলের প্রিয় ফেলুদা কে? ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার কাছে তাঁর ঝটপট উত্তর, “অবশ্যই সৌমিত্র চট্টোপাধ্যায়। প্রথম ফেলুদা হিসেবে তাঁকেই দেখেছি। কাজেই প্রথমপ্রেমের মতো ফেলুদা হিসেবে প্রথম পছন্দ উনিই।” (এক্সপ্রেস ফটো- শশী ঘোষ)
-
নতুন ফেলুদার পাশাপাশি নতুন তোপসে ও লালমোহনবাবুকেও দেখতে পাবেন দর্শকরা। সন্দীপের এবারের তোপসের আয়ুষ দাস, টেলিপর্দার জনপ্রিয় মুখ। অন্যদিকে লালমোহন গাঙ্গুলির ভূমিকায় অভিনয় করছেন অভিজিৎ গুহ। (এক্সপ্রেস ফটো- শশী ঘোষ)
-
রেফারেন্স হিসেবে কোন ফেলুদার সিনেমা আবার করে ঝালিয়ে নিচ্ছেন ইন্দ্রনীল? অভিনেতার মন্তব্য, “বাবুদার (সন্দীপ রায়) কড়া নিষেধ- কোনও ছবি দেখবে না। তোমাকে দিয়ে ফেলুদার অভিনয় আমি আমার মতো করে করিয়ে নেব। আমি নিজেও কাউকে অনুসরণ করার পদ্ধতিতে বিশ্বাস করি না। ফেলুদার সব ছবিই আমার আগে দেখা। কিন্তু এই ছবি করতে গিয়ে দেখিনি নতুন করে।”
-
মঙ্গলবার গোটা ‘হত্যাপুরী’ টিম নিয়ে সাংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সন্দীপ রায়। সিনেমায় অভিনয় দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায়কেও। পরিচালক একেবারে ফ্রেশ টিম নিয়ে নতুন ফেলুদা পরিবেশন করতে চলেছেন।
-
সন্দীপ রায় জানালেন, “২-৩ দিন আগেই ‘হত্যাপুরী’র কাজ শুরু হয়েছে। পুরীতেও যাচ্ছি শুটিংয়ে। যেহেতু সেই প্রেক্ষাপটেই গল্প। থ্রি মাসকিটর্স-এ (ইন্দ্রনীল, আয়ুষ, অভিজিৎ) তো ইতিমধ্যে দারুণ ভাব জমে গিয়েছে।” চলতি বছর অর্থাৎ ২০২২ সালের বড়দিন উপলক্ষে মুক্তি পাবে ‘হত্যাপুরী’ (Hatyapuri Realese)। (এক্সপ্রেস ফটো- শশী ঘোষ)
