/indian-express-bangla/media/media_files/2025/02/04/CQS9XJnFNhvmKmRtBrSb.jpg)
বিশ্ব ক্যানসার দিবসে তারকাদের লড়াইয়ের কাহিনি
/indian-express-bangla/media/media_files/2025/01/15/zFvdUWecNubPSmtmKiTR.jpg)
হিনার লড়াই
৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যানসার দিবস। আমাদের আশেপাশেই রয়েছে ক্যানসার আক্রান্ত বহু রোগী। কেউ কেউ এই মারণ রোগের কাছে হার মেনেছেন। কেউ আবার জীবনযুদ্ধের লড়াইয়ে জিতে গিয়েছেন। অনেকে আবার মৃত্যুর সঙ্গে পাঞ্জাও লড়ছেন। বলিউডের অন্দরেও রয়েছে এইরকম কাহিনি। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হিনা খান স্তন ক্যানসারে আক্রান্ত। জীবনযুদ্ধের লড়াইয়ে জিততে চান হিনা। কঠিন সময়ে তাঁর পাশে রয়েছেন ভালবাসার মানুষটি। তৃতীয় স্তরে ছিল হিনার স্তন ক্যানসার। সঞ্জয় দত্ত, সোনালি বিন্দ্রের মতো সেলেবদের আবার প্রাথমিক স্তরেই ক্যানসারের চিকিৎসা শুরুর সুযোগ পেয়েছেন।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/08/sanjay-dutt-759.jpg)
ক্যানসারমুক্ত সঞ্জয়
২০২০ সালে ফুসফুসে ক্যানসার ধরা পড়ে। মুম্বইয়ে তাঁর চিকিৎসা চলছিল। ২০২১-এ মুন্নাভাই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন তিনি এখন সম্পূর্ণ ক্যানসার মুক্ত। আরও বলেছিলেন, চিকিৎসক Sevanti-এর তত্ত্বাবধানে ছিলেন সঞ্জয়। হৃত্বিক রোশনের বাবা রাকেশ রোশনই সঞ্জয়কে এই চিকিৎসকের খোঁজ দিয়েছিলেন। সেই জন্য ওই চিকিৎসক ও রাকেশের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছিলেন 'খলনায়ক' সঞ্জয় দত্ত।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/12/sonaloi1.jpg)
ক্যানসার জয়ী সোনালি
২০১৮-তে বলিউডে নয়ের দশকের অভিনেত্রী সোনালি বিন্দ্রে জানিয়েছিলেন তিনি ক্যানসার আক্রান্ত। এই খবরে দুঃখপ্রকাশ করেছিলেন অনুরাগীরা। নিউইয়র্কে ক্যানসারের চিকিৎসা করিয়েছিলেন সোনালি। সেখানে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে সময় কাটিয়েছেন। ঋষি কাপুর-নীতু সিংয়ের সঙ্গে দেখা করেছেন। কঠিন সময় পরিবার, কাছের মানুষরা প্রত্যেকে তাঁর পাশে ছিলেন। কেমো চলাকালীন সব চুল উঠে গিয়েছিল সোনালির। বিনোদন দুনিয়ার অংশ দরুণ নিজেকে সবসময় ফিট অ্যান্ড ফাইন রাখতেন। কিন্তু, ক্যানসারের সময় সেইসব দিকে নজর দেননি। শরীরের পক্ষে যেটা ভাল সেটাই করেছিলেন। সেই বছর ডিসেম্বরে মুম্বই ফেরেন সোনালি। তখন তিনি ক্যানসারমুক্ত।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/09/hrithik.jpg)
রাকেশের গলায় ক্যানসার
২০২৪-এ প্রাথমিক স্টেজে গলায় ক্যানসার ধরা পরে রাকেশ রোশনের। হৃত্বিক একটি পোস্ট শেয়ার করে বাবার কথা জানিয়েছিলেন। রাকেশ রোশনের সঙ্গে ওয়ার্কআউটের পরের মুহূর্তের একটি ছবি শেয়ার করে বলেছিলেন অস্ত্রোপচারের দিনও জিম মিস করেননি বলিউডের এই বর্ষীয়ান পরিচালক। রাকেশ রোশনের মেয়ে সুনয়নাও ক্যানসার আক্রান্ত ছিলেন। যদিও বর্তমানে তিনি সুস্থ।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/11/manisha.jpg)
মনীশার স্বপ্নপূরণ
৪২ বছর বয়সে ওভারিয়ান ক্যানসারে আক্রান্ত হন। নিউইয়র্কে ১১ ঘন্টার অস্ত্রোপচার সফল হয়। সেই সঙ্গে চলেছে কেমোথেরাপি। ২০১৪ সালের মাঝামাঝি সুস্থ হয়ে ওঠেন হীরমাণ্ডি খ্যাত অভিনেত্রী। এক সাক্ষাৎকারে ক্যানসারের সঙ্গে লড়াইয়ের অভিজ্ঞতা শেয়ার করেছিলেন মনীশা। চিকিৎসক ভিকি মাক্কারের প্রতিও কৃতজ্ঞতা স্বীকার করেন। প্রথমে তিনি বাঁচার আশা ছেড়ে দিয়েছিলেন। পরিচিত অনেকেই নিউ ইয়র্কে চিকিৎসার পর সুস্থ হয়েছিলেন। সেই জন্য মনীশাও গিয়েছিলেন। জীবনে দ্বিতীয়বার অভিনয়ের সুযোগ পেলে দর্শকের প্রত্যাশা পূরণ করতে চেয়েছিলেন। হীরামাণ্ডি তাঁর সেই ইচ্ছে পূর করেছে বলে মনে করেন ক্যানসার জয়ী অভিনেত্রী মনীশা কৈরালা।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/04/Kirron-Kher.jpg)
চিকিৎসাধীন কিরণ খের
প্রবীণ অভিনেত্রী ও অনুপম খেরের স্ত্রী কিরণ খেরও মাল্টিপল মায়লোমা রোগে আক্রান্ত হয়েছেন। এটিও এক ধরনের ক্যান্সার যা প্লাজমা কোষকে প্রভাবিত করে। অনুপম খের জানিয়েছেন তিনি চিকিৎসাধীন। তারকা পুত্র সিকন্দরও মায়ের শরীরের আপডেট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। কিরণ খের তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে জানিয়েছেন তিনি এখন বাড়ি থেকেই কাজ করছেন।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/06/master.jpg)
নার্গিস টু মহিমা-লিজা রে
২০০৯ সালে একই রোগে আক্রান্ত হয়েছিলেন কসুর খ্যাত অভিনেত্রী লিজা রে। পরদেশ খ্যাত মহিমা চৌধুরি, অয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপও ক্যানসারের সঙ্গে লড়াই করেছেন।। উল্লেখ্য, ঋষি কাপুর থেকে ইরফান খান, বিনোদ খান্না থেকে নার্গিস, মুমতাজ, ফিরোজ খানের মতো বলিউডের কিংবদন্তী স্টারদের শরীরে থাবা দিয়েছিল মারণরোগ ক্যানসার।