New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/08/sara-feature.jpg)
সারা আলি খানের জন্মদিনে, তাঁর কিছু অদেখা ছবি।
২৪ বছরে পা দিলেন সারা আলি খান, অভিনেত্রী জন্মদিনে তাঁকে শুভেচ্ছা। ফোটো- সারা আলি খান/ ইনস্টাগ্রাম সারা আলি খান সইফ আলি খান ও অমৃতা সিংয়ের কন্যা। ফোটো- সারা আলি খান/ ইনস্টাগ্রাম ২০১৮-তে কেদারনাথ ছবি দিয়েই বলিউডে ডেবিউ করেন সইফ কন্যা, বিপরীতে ছিলেন সুশান্ত সিং রাজপুত। ফোটো- সারা আলি খান/ ইনস্টাগ্রাম সেই বছরই বল্কবাস্টার ছবি সিম্বা-তে কাজ করেথে সারা। ফোটো- সারা আলি খান/ ইনস্টাগ্রাম অভিনেতা কার্তিক আরিয়ানেি সঙ্গে সারার সম্পর্কের শোনা যায়, অভিনেতা সারার ক্রাশও ছিলেন। ফোটো- সারা আলি খান/ ইনস্টাগ্রাম সম্প্রতি ইমতিয়াজ আলির ছবির শুটিং শেষ করেছেন সারা, বিপরীতে রয়েছেন কার্তিক আরিয়ন। ফোটো- সারা আলি খান/ ইনস্টাগ্রাম এখন কুলি নং ১ ছবির জন্য শুটিং করছেন সারা। ১৯৯৫ সালের বিখ্যাত ছবির রিমেক এই বলিউড ভেঞ্চার। ফোটো- সারা আলি খান/ ইনস্টাগ্রাম ডেভিড ধাওয়ানের পরিচালনায় এই ছবিতে সারার বিপরীতে দেখা যাবে বরুণ ধাওয়ানকে। ফোটো- সারা আলি খান/ ইনস্টাগ্রাম বলিউডের এই নবাগত ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে তাঁর ফ্যাশনের জন্য। সোনমের পর বি-টাউনের ফ্যাসানিয়েস্তাও বলা হচ্ছে তাঁকে। ফোটো- সারা আলি খান/ ইনস্টাগ্রাম বলিউডের আসার জন্য নিজেকে আদ্যপান্তো বদলে ফেলেছেন সারা। ওজন কমিয়ে এখন তিনি পুরোদস্তুর ডিভা। ফোটো- সারা আলি খান/ ইনস্টাগ্রাম