-
সারা আলি খান সর্ব ধর্ম সমন্বয়ে বিশ্বাসী। গণেশ পুজো, শিবপুজো থেকে ক্রিসমাস সবই পালন করেন। কাশীর বিশ্বনাথ মন্দির দর্শনে গিয়েও কটাক্ষের শিকার হয়েছিলেন। তবে সেসবে কোনওদিনই কান দেননি। এবারও প্রতিবারের মতোই শিবরাত্রি পালন করলেন সারা আলি খান।
-
দাদা সইফের মেয়ে সারা আলি খানের মতোই সোহা আলি খানও স্বামী কুণাল খেমুর সঙ্গে নিজেদের বাড়ির শিবরাত্রি পালন করেছেন।
-
সোহা-কুণালের মেয়ে খুদে ইনায়া খেমুকেও পুজো করতে দেখা গেল মা-বাবার সঙ্গে বসে।
-
লস অ্যাঞ্জেলসের বাড়িতে স্বামী নিক জোনাসকে নিয়ে ঘটা করে শিবপুজো করলেন প্রিয়াঙ্কা চোপড়া। সেই ছবি নিজেই শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় ।
-
বিয়ের পর প্রথম শিবরাত্রি। শিবপুজোর বেশ কয়েকটা ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন নবপরিণীতা মৌনী রায়।
-
বাড়িতেই ঘরোয়াভাবে শিবরাত্রি পালন করলেন কার্তিক আরিয়ান।
